বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৯:২৬

দেখে শোনে এগোচ্ছেন আফ্রিদি বাহিনী

দেখে শোনে এগোচ্ছেন আফ্রিদি বাহিনী

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলের ২৭তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের ছুয়ে দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট নেমে শুরুতে এক উইকেট হারালেও এখন দেখে শোনে এগোচ্ছেন শহিদ আফ্রিদির দল সিলেট সুপার স্টাসের দুই অভিজ্ঞ ব্যাটসমান জুনায়েদ ছিদ্দিকী ও রপি বোপারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে সিলেটের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৩ রান। ৪০ রান নিয়ে ক্রিজে আছে জুনায়েদ ছিদ্দিকী এবং ২৭ নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন অল রাইন্ডার রপি বোপারা। আউট হয়ে ফিরে গেছেন জস কোব (১৫)। এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে সিলেট সুপার স্টারস। ব্যাট হাতে ঢাকার কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ করে রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। এ ছাড়া ইয়াসির শাহ ৮, মোহাম্মদ হাফিজ ৮, মোসাদ্দেক হোসেন ১৩* ও ওয়ালার ১৩* রান করেন ।বল হাতে সিলেটের আব্দুর রাজ্জাক দুটি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, রপি বোপারা ও রুবেল হোসেন।আজকের ম্যাচে জয় পেলে শেষ চার নিশ্চিত হবে ঢাকা ডায়নামাইটসের। হেরে গেলে কিছুটা ব্যাকফুটে চলে যাবে তারা। সেক্ষেত্রে সিলেটের জন্যও কিছুটা আশার আলো দেখা দিতে পারে। আজকের ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ঢাকাকে পরের ম্যাচেও হারতে হবে। ৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে