বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৭:৫৮

হাসপাতালে জাতীয় দলের ফুটবলার

হাসপাতালে জাতীয় দলের ফুটবলার

স্পোর্টস ডেস্ক: সাফ ফুটবলকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা। তবে ইনজুরির পড়ে কাতরাচ্ছেন দলের বেশ কিছু খেলোয়াড়। ইনজুরির জন্য অনুশীলন করতে পারছেন না ডিফেন্ডার কেষ্ট কুমার, মিডফিল্ডার আবদুল বাতেন কোমল। এবার এ তালিকায় যোগ হলেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া। আশার দিক হচ্ছে পায়ের ইনজুরি থেকে সের সোমবারই বল পায়ে অনুশীলন শুরু করেন। বেশ কিছুদিন ধরে পেটের ব্যাথায় ভুগতে থাকা জামালকে শেষ পর্যন্ত পরশু উত্তরার একটি হাসপাতালেই ভর্তি করতে হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলেই জানিয়ে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, গত পরশুই (রবিবার) ওকে (জামাল) আমরা হাসপাতালে নিয়েছি। চিকিৎসকেরা ওর জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন। ওর কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগবে। রিপোর্টগুলো হাতে পেলে বোঝা যাবে অন্য কোথাও জামালের উন্নত চিকিৎসা লাগবে কি না। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে