বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৯:৪১

বিপিএল নিয়ে আত্মহত্যা, পুলিশ বলছে ভিন্ন কথা

বিপিএল নিয়ে আত্মহত্যা, পুলিশ বলছে ভিন্ন কথা

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা নিয়ে বাজি ধরে হেরে গিয়ে গলায় ফাঁসি দিয়ে মোশারফ হোসেন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার আলীরগাঁও গ্রামের সৌদিপ্রবাসী নূর হোসেনের ছেলে। মঙ্গলবার রাত ২টার দিকে কুমিল্লার তিতাশ উপজেলার আলীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকার ঘটনার সতত্যা স্বীকার করে এমটিনিউজ24কে বলেন, ‘নিহত মোশারফ বিপিএল নিয়ে বাজি ধরেছিল বলেই শুনেছি, কিন্তু প্রকৃত অর্থে এই বাজি ধরাকে কেন্দ্র করেই আত্মহত্যা করেছে কিনা তা কেউই জানতে পারিনি। তবে আগের দিন সন্ধ্যায় নিহত মোশারফ তার মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল বলে আমরা শুনেছি। এদিকে তিতাশ উপজেলার চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার এমটিনিউজ24কে জানান, ‘আমি আমার সন্তানের চিকিৎসার জন্য ঢাকায় এসেছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তবে শুনেছি এমন একটা কিছু ঘটেছে। আলীরগাঁও গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এমটিনিউজ24কে জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিপিএল খেলায় প্রায় ২ লাখ টাকা বাজি ধরে হেরে যায় মোশারফ। বাজিতে জিতে যাওয়া ব্যক্তিরা তাদের টাকার জন্য মোশারফকে চাপ দেয়। রাতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তিনি আত্মহত্যা করেন। মোশারফ কার সঙ্গে বাজি ধরেছিল এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, এ বিষয়ে আমি সরাসরি কোনো জবাব দেব না। তবে মোশারফ নিজে যে মোবাইল ফোন ব্যবহার করতো, সেটা এখনো ওই বাজিকরের কাছেই রয়েছে। তার ব্যবহৃত মোবাইলটি ট্র্যাক করলেই বাজিকর ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব।’ এদিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল জানান, মোশারফ আত্মহত্যা করেছে এটা সত্য, তবে বাজি ধরে আত্মহত্যা করেনি। মোশারফ বিদেশে যাওয়ার জন্য কয়েকদিন ধরেই তার মায়ের কাছে টাকা চেয়ে আসছিল। কিন্তু তার মা টাকা দিতে না চাওয়ায় সে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে