বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৫০:৫৫

কঠিন সমীকরণে সাঙ্গাকারা বাহিনী

কঠিন সমীকরণে সাঙ্গাকারা বাহিনী

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ২৭তম ম্যাচে সিলেট সুপার স্টারস কাছে বিশাল ব্যবধানে হেরে কঠিন সমীকরণের মুখে পড়ে গিয়েছেন কুমার সাঙ্গাকারার দল ঢাকা ডায়নামাইটস। বুধবার ঢাকা ডায়নামাইটসের ছুয়ে দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট নেমে সিলেট সুপার স্টাসের দুই অভিজ্ঞ ব্যাটসমান জুনায়েদ ছিদ্দিকী ও রপি বোপারার দুইজনেই ফিফটিতে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছেন আফ্রিদিরা। এদিন বাচার মরার লড়াই নিয়ে মাঠে নেমেছিলে উভয় দল। কিন্তু এদিন শেষ চার নিশ্চিত করতে পারলেন না ঢাকা। তবে এদিন সিলেটের জন্য কিছুটা আশার আলো দেখা মিল। আজকের ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে শেষ চারে খেলার স্বপ্ন বাচিয়ে রাখলো। তবে সেক্ষেত্রে ঢাকাকে আবারও বিশাল ব্যবধানে হারতে হবে। বুধবার মিরপুরে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি। টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় সিলেট সুপার স্টারসের। শুরুতেই জোস কব ও জুয়েদের জুটিতে অনেক দূর পৌছে যায় দলটি। তবে দলের হয়ে রবি বোপারা ৫৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন। এ ছাড়া ওপেনিং নেমে জুনায়েদ সিদ্দিকী ৫১, জস কব ১৫ রান করেন। তবে দলের গুরুত্বপূর্ন মুহুর্তে সবচেয়ে কাজের কাজটি করেন সিলেটের শহীদ আফ্রিদি। চ্যালেঞ্জিং মুহুর্তে ইনিংসের শেষ দুই বলে দুটি ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৭ বল মোকাবেলায় দুটি ছক্কায় ১৫ রান করেন আফ্রিদি। ফলে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছান সিলেট। এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে সিলেট সুপার স্টারস। ব্যাট হাতে ঢাকার কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ করে রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। এ ছাড়া ইয়াসির শাহ ৮, মোহাম্মদ হাফিজ ৮, মোসাদ্দেক হোসেন ১৩* ও ওয়ালার ১৩* রান করেন ।বল হাতে সিলেটের আব্দুর রাজ্জাক দুটি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, রপি বোপারা ও রুবেল হোসেন। ৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে