বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৫:৪১

বিপিএলের সব হিসাব নিকাশ ব্যাট ঘুরিয়ে বদলে দিয়েছেন আফ্রিদি

বিপিএলের সব হিসাব নিকাশ ব্যাট ঘুরিয়ে বদলে দিয়েছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : আশঙ্কা যেন সত্যি হলো। যেই ধারনা সেই কাজ। ম্যাচের চিত্রটি ছিল খুবই জটিল। কিন্তু এ সময় ব্যাট যে আফ্রিদির ব্যাটে। ওলটপালট সৃষ্টি করার জন্য আফ্রিদির সামনে বল ছিল মাত্র ৩টি। কিন্তু না, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমীকরণ বদলে দিতে ৩টি বলের দরকার হয়নি শহীদ আফ্রিদির। ১৫৮ রানের লক্ষ্য পূরণের জন্য ৩ বলে রান দরকার ছিল ৮টি। দানবের মত টানা দুটি ছয় মারেন আফ্রিদি। অবাক হয়ে যায় সবাই। হতাশ সাঙ্কাকারা বাহিনী। বিপিএলের সব হিসাব নিকাস ব্যাট হাতে গুড়িয়ে দিয়েছন আফ্রিদি। মাত্র দুটি বল খেলেই বিপিএলে নতুন কিছু যোগ করেছেন। কাঁদিয়েছেন সাঙ্গাকাদের। শুরুতে সবচেয়ে বার্জে ক্রিকেট আসা সিলেট দলকে নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছেন তিনি। সিলেট এখন স্বপ্ন দেখছে সেমিফাইনালে খেলার। আর বাদ পড়ার শঙ্কায় রয়েছে ঢাকা ডিনামাইটস। আফ্রিদির চমকে ৬ উইকেটে জয় পেয়েছে সিলেট। আফ্রিদি আসার পরে দুটি ম্যাচে জয় পেয়েছে সিলেট। সিলেট দলের পয়েন্ট এখন ৬। ঢাকার পয়েন্ট আট। আজ সেমিফাইল নিশ্চিত হওয়ার কথা ছিল ঢাকার। আর বাদ পড়ার শঙ্কা ছিল সিলেটের। কিন্তু সেটি হয়নি। সিলেট লড়াইয়ে টিকে রইল। ঢাকাও টিকে আছে। তবে সেমিফাইনালের জন্য পাল্লাটা ভারি সিলেটের। এর পরের ম্যাচে সিলেট দলের জয় পাওয়ার সম্ভাবনাতো থাকছেই। কুমিল্লার বিপক্ষে সিলেট জয় পেলে চমক দেখাবে সিলেট। তবে আর একটি শর্ত মিলে যেতে হবে। সেটি হলো শেষ ম্যাচে ঢাকা ডিনামাইটস যদি বড় ব্যবধানে বরিশাল বুলসের বিপক্ষে হেরে যায় তবেই মিলে যাবে জটিল অংকের সব সমাধান। তথন কোথার সিলেট কোথায় আর কোথার ঢাকা কোথায়? এই বিষয়টি উঁকি দেবে সবার মনে। ৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে