বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪০:৪৬

‘চলমান বিপিএলের উদ্দেশ্য একেবারে বিফলে গেছে’

‘চলমান বিপিএলের উদ্দেশ্য একেবারে বিফলে গেছে’

স্পোর্টস ডেস্ক: টাইগারদের ব্যাটিং-বোলিং ধার থেকে আরো ধারালো করার নেয় জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়োজন করে বিপিএলের তৃতীয় আসর। কিন্তুু উইকেটের জন্য চলমান বিপিএলের উদ্দেশ্যে একেবারে বিফলে গেল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসমান ও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি এমনটি জানিয়েছেন। তামিম জানান, এবারের বিপিএল আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তোলা। কিন্তু সেটা হয়নি। তিনি আরো জানান, আপনারা দেখেছেন, প্রথম পর্বের প্রথম ইনিংসে গড় রান ছিল ১৩৬। এরপর দ্বিতীয় পর্বে এসে এ রান স্কোর নেমে গেছে ৮৯ এবং শেষ দুই দিন স্কোরবোর্ডে রান আসে ৫৮ও ৫৯ । এসব স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় উইকেট কিরূপ আচরণ করছে। ৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে