বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৫:৪৬

ফাটল ধরা শুরু তামিম শিবিরে

ফাটল ধরা শুরু তামিম শিবিরে

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ২৮তম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোর দিকে যাচ্ছছিলো চিটাাগং ভাইকিংসের রান স্কোর। কিন্তু হঠাৎ দলীয় ৫২ রানের মাথায় দিলশানকে সাজঘরে পাটিয়ে দেন রনি তালুকদার। এরপর তামিমের শিবিরের আবারও আঘাত হানে বরিশালের অভিজ্ঞ বলার সোহাগ গাজী। তবে দুঃখের বিষয় হচ্ছে দুই ওপেনার সাজঘরে ফিরেছেন একই রানে। তারা উভয়ই তুলেছেন ২৮ করে। এরপর আউট হন ইয়াসির আলি। তাকে ফিরান আল-আমিন। এই রির্পোট রেখা পর্যন্ত ১০ ওভার শেষে চিটাগাংয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭২ রাান। সবার আগেই বিপিএলে সেমিফাইনাল নিশ্চিত করার কথা ছিল বরিশালের। কিন্তু ব্যাটিং দানব ক্রিস গেইল আসর পরেই দুটি ম্যাচে হারে মাহমুদউল্লার দল। তবে প্রথম দিকে ভালো করায় মাঠে নেমে জয় ছাড়াই শেষ চার নিশ্চিত হয় তাদের। মঙ্গলবার খেলা ছিল না বরিশাল বুলসের। তবে এদিনেই শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে তাদের। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেয় চিটাগং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লাকে হারায় সাকিবের রংপুর রাইডার্স। এই ম্যাচের মধ্যে দিয়েই বরিশাল শেষ চারের খেলা নিশ্চিত করে। ৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে