বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৯:১২

রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন রোনালদো

রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: রিয়ালের পুর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানোর রোনালদোর ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ৯ গোলের রেকর্ডটি টিকেছে কেবল এক বছর। পরের মৌসুমেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো তার রেকর্ডটি ছুঁয়ে ফেলেন। গতিমানব রোনালদোর নিশ্চয় তা ভালো লাগেনি। রেকর্ডটা তাই আবারও নিজের করে নিলেন। কাল খেলার ৫০ মিনিটে যখন নিজের হ্যাটট্রিক পূরণ করলেন রোনালদো, তখনই হয়ে গেল নতুন রেকর্ডটি। গ্রুপ পর্বে প্রথমবারের মতো কারও গোলের সংখ্যা দুই অঙ্ক ছুঁল। তারও ৮ মিনিট পরেই আরেকটি গোল করে রেকর্ডটিকে নিয়ে গেলেন আরেকটু উঁচুতে, গ্রুপ পর্বেই ১১ গোল! পুরো টুর্নামেন্টেই এক সময় কেউ ১১ গোল করতে পারলেই বর্তে যেত। রোনালদো নক আউট পর্বেই এক-কম-এক ডজন গোল করে ফে​ললেন! দ্বিতীয় রেকর্ডে রোনালদো অবশ্য সঙ্গী পাচ্ছেন তিনজনকে। কাল মাত্র ১৯ মিনিটের মধ্যেই চার গোল করেছেন এই পর্তুগিজ। ১৯৯০ সালের পর এই প্রথম কেউ রিয়ালের জার্সিতে ইউরোপ সেরার টুর্নামেন্টে কেউ চার গোল করলেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে কোনো খেলোয়াড়ের ৪ গোল করার রেকর্ড এর আগে ছিল কেবল আলফ্রেডো ডি স্টেফানো, ফেরেঙ্ক পুসকাস ও হুগো সানচেজের। কালকের আগে ৫০ বছরের মধ্যে এই কীর্তি ছিল কেবল একজনের—সানচেজ। এখান থেকেও রোনালদোর এই কীর্তির মাহাত্ম্য বোঝা যায়। রোনালদোর পরের রেকর্ডটি অবশ্য আরও পুরোনো। গতকাল রোনালদো প্রথম গোলটি পেয়েছিলেন ৩৯ মিনিটে, ছয় মাস পরে ফ্রি কিক থেকে গোল। সেই আনন্দকে পরিপূর্ণ করতেই হ্যাটট্রিক পূর্ণ করলেন ৫০ মিনিটে। মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক। ১১ মিনিটের এক ঝড়েই ভেঙে গেল ৫৭ বছরের পুরোনো এক রেকর্ড! ১৯৬৮ সালের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের হয়ে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের মালিক এখন রোনালদো। রোনালদোর পরের রেকর্ডটি অবশ্য সম্পূর্ণ নিজের নয়। প্রিয় বন্ধু বেনজেমাকে নিয়েই নতুন রেকর্ড গড়েছেন তিনি। কাল মালমোর জালে দেওয়া ৮ম গোলটি ছিল বেনজেমার। সেই গোলেই হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফরাসি স্ট্রাইকার। এক ম্যাচে দুই খেলোয়াড়ের হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর ইউরোপিয়ান এই প্রতিযোগিতায় এক খেলায় দুই সতীর্থের হ্যাটট্রিক হলো এই প্রথম। ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে