বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪০:০৫

ফিরছেন প্যাটিনসন

ফিরছেন প্যাটিনসন

স্পোর্টস ডেস্ক: ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই নিয়েছিলেন ছয় উইকেট। আর নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে নিয়েছিলেন ৩৩ উইকেট। ক্যারিয়ার শুরু করেই নিজের প্রতিভা জানান দিচ্ছিলেন। কিন্তু ২০১৪ সালের মার্চে কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলার পরই ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য দলের বাইরে চলে যান। বলছি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান জেমস প্যাটিনসন। সম্প্রতি চোটের কারণে দল থেকে সরে যাওয়া পেসার মিশেল স্টার্কের বদলে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তাকেই উপযুক্ত মনে হয়েছে অস্ট্রেলিয়ার। ১০ ডিসেম্বর থেকে হোবার্টে শুরু হতে যাওয়া সিরিজে ২৫ বছর বয়সী প্যাটিনসনের প্রথম টেস্টে খেলাটা এখন অনেকটাই নিশ্চিত। এদিকে দুবছর পর ফেরা প্যাটিনসন সম্পর্কে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ বলেছেন, 'সে ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে, বেশ ভালো বোলিং করেছে। দলে সুযোগ পাওয়াটা তার প্রাপ্য ছিল।' প্যাটিনসনের উপর নিজের ভরসার কথাও উল্লেখ করেন স্মিথ, 'সে যেভাবে বল করে, সেটা হ্যাজলউডের বোলিংয়ের সাথে মিলে যায়। আশা করি, পেস আক্রমণে এই দুইজনই ভালো করবে।' ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে