বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:২০:৩৯

‘জাতীয় দল নিয়ে ভাবছি না’

‘জাতীয় দল নিয়ে ভাবছি না’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত ক্রিকেটার রাজশাহীর ছেলে জুনায়েদ সিদ্দিকী। তিনি সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন। এরপর নিজেকে আর স্পট লাইটের নিচে নিয়ে যেতে পারেননি। বিপিএলে প্রথম দিকে জ্বলে উঠতে না পারলেও প্রাণ ফিরে পেয়েছেন আজ। সিলেট সুপার স্টার্সের হয়ে খেলেছেন ৫১ রানের দারুণ এক ইনিংস। দলও পেয়েছে দারুণ এক জয়। তাই তো ম্যাচ শেষে তিনিই আসলেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে জাতীয় দলের কথা উঠতেই সিলেটের এই ওপেনার বলেন, ‘জাতীয় দলের বাইরে থাকা খুবই কষ্টের। অন্যদের খেলতে দেখলে কষ্ট লাগে। আবার ভালো পারফর্ম দেখলে ভালোও লাগে। তবে এখন আমি জাতীয় দল নিয়ে ভাবছি না।’ এখন আমি ক্রিকেটটা উপভোগ করার চেষ্টা করছি।’ জুনায়েদ বলেন, ‘আমার মনে হয়, চেষ্টা করলে এক সময় হয়তো হবে। এখন পর্যন্ত ক্রিকেটটা উপভোগ করছি। টি-টোয়েন্টি খেলা হলে আমার এমনিই ভালো লাগে। আমি অফফর্মে থাকলেও টি-টোয়েন্টি এলে রান করতে পারবো বলে মনে হয়। টি-টোয়েন্টির ব্যাপারে আমার একটা আত্মবিশ্বাস থাকে।’ জাতীয় দলের ফিরতে হলে কোন ফরম্যাটকে বেছে নেবেন? জবাবে টি-টোয়েন্টির কথাই বললেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য, ‘আমার জন্য বড় ব্যপার হলো টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। লঙ্গার ভার্সন খেলা থাকলে আমি বলতাম সেজন্যই প্রস্তুত হচ্ছি। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি আছে জুনায়েদ সিদ্দিকীর। কিন্তু সেটা রেকর্ড বইয়ে যোগ না হওয়ায় জুনায়েদ বলছেন, ‘দুঃখের ব্যাপার, ওই রানটা এখনো যোগ হয়নি। ক্রিকইনফোতে সেটা নেই। থাকলে হয়তো টি-টোয়েন্টিতে আমারই প্রথম সেঞ্চুরি থাকতো (হেসে)। টি-টোয়েন্টি আমি সব সময় উপভোগ করি। যেখানেই খেলি পারফর্ম করার চেষ্টা করি।’ ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে