বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১০:২৪:০০

গেইলের তাণ্ডবে তামিমদের অশ্রুসিক্ত বিদায়

গেইলের তাণ্ডবে তামিমদের অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক: বিপিএলের সর্বোচ্চ দামি তারকা খেলোয়াড় বরিশাল বুলসের একমাত্র ভরসা ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিজ গেইলের ব্যাটিং ঝড়ে চলমান টুর্ণামেন্ট থেকে চূড়ান্ত বিদায় নিয়েছে চিটাগাং ভাইংকিস। বুধবার চিটাগাংয়ের ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চার-ছক্কার হাকাতে থাকেন গেইল। মাত্র ৪৭ বলে ৬ চার এবং ৯ ছক্কায় ৯২ রানের হার না মানা এক বিধ্বংসী ইনিংস উপহার দেন গেইল। তার ব্যাটিং ঝড়ে এবারের আসর থেকে অশ্রুসিক্ত বিদায় জানান তামিম বাহিনী। তবে এর আগেই মঙ্গলবার প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেয় চিটাগং ভাইকিংস। বুধবার সন্ধ্যায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান করে চিটাগং ভাইকিংস। জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক গেইলই বরিশালকে জিতিয়ে দেন। এদিন বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ ১৯ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত গেইল ঝড়ের দিন ৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় বরিশাল বুলস। বরিশালের হয়ে রনি তালুকদার (১)ও মেহেদী মারুফ (১৮) রান করেন। দলের হয়ে ২৮ রান করে সর্বোচ্চ ইনিংস খেলেন দিলশান ও এনামুল। তাছাড়া উমর আকলম ২৫, আফিস আহমেদ ১৭, ইয়াসির আলী ১১ রান করেন। বল হাতে বরিশালের হয়ে দুটি করে উইকেট পান মোহাম্মদ সামি ও কেভিন কুপার। এ ছাড়া ১টি করে উইকেট পান আল আমিন হোসেন, সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ। সবার আগেই বিপিএলে সেমিফাইনাল নিশ্চিত করার কথা ছিল বরিশালের। কিন্তু ব্যাটিং দানব ক্রিস গেইল আসর পরেই দুটি ম্যাচে হারে মাহমুদউল্লার দল। তবে প্রথম দিকে ভালো করায় মাঠে নেমে জয় ছাড়াই শেষ চার নিশ্চিত হয় তাদের। ৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে