বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০১:১১:৫২

‘সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান আগে সতর্ক হোক’

‘সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান আগে সতর্ক হোক’

স্পোর্টস ডেস্ক : গোটা ক্রিকেট বিশ্ব যখন তাঁকিয়ে রয়েছে পাক-ভারত সিরিজ দেখার জন্য। পকিস্তানের তরফ থেকে যখন অনুমতি দিয়ে দিনক্ষণ ঠিক করে ফেলেছে তখনও ভারত সরকার এই সিরিজের অনুমতি দিচ্ছে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর মনে করেন, পাক-ভারত সীমান্তে মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম‍্যাচ খেলা উচিত নয়। পাশপাশি তার সতর্ক বক্তব‍্য, ‘এটা আমার ব‍্যক্তিগত মতামত। আমি ব‍্যক্তিগতভাবে মনে করি, পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয়। তবে সাবেক ভারতীয় বোর্ড সচিব কথা দিয়েছিলেন, সেটাকে সম্মান জানাতে হবে। আমার ব‍্যক্তিগত মতামত এবং বিজেপি–র নীতি বোর্ডের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।’ ভারতীয় বোর্ড সচিব আরও বলেন, ‘সব টেস্ট খেলা দেশকেই সাপোর্ট করা বোর্ডের কাজ। সেটা করতে হবে। আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রীও শান্তি চান। কিন্তু তার আগে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সতর্ক হতে হবে।’ ১০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে