বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৪:৪২

এক দানবের রাজকীয় প্রত্যাবর্তন

এক দানবের রাজকীয় প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক: বিপিএল তৃতীয় আসরের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিল ক্যারিবয়ীন ক্রিকেট দানব ক্রিস গেইল। কিন্তু বাংলাদেশে এসে সেই দানব কিনা একেবারে চুপসে গেল। নিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে করেছিলেন সর্বমোট ১৬ রান। আর অথচ বাংলাদেশের মাটিতে পা রেখেই জানান দিয়েছিলেন, দেখা হবে ছক্কায়। তা তো পারেননি বরং দু’মাচে সামান্য কয়েকটি রান নিয়ে ছিলেন অনেকটা অস্বস্তিতে। নিজের প্রথম দুটি খেলায় খারাপ খেলার ফলে কঠিন চাপে ছিলেন বিপিএলের সবচেয়ে দামী এই খেলোয়াড়টি। গতকাল (বুধবার) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৯২ রান করে চাপমুক্ত হলেন বিপিএলে বরিশালের হয়ে খেলতে আসা গেইল। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে গেইল বলেন, ‘প্রথম দুই ম্যাচে রান না পেয়ে বেশ চাপে ছিলাম। সে জন্য আজকের ম্যাচটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। রান পেয়ে ভালোই লাগছে। সামনে বড় ম্যাচ আছে। আশা করি আজকের পারফরম্যান্স সামনে কাজে আসবে।’ তিনি বলেন, ‘আজকের উইকেটটি দারুন ছিল। বল ঠিক ভাবে ব্যাটে আসছিল। পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’ সামনের ম্যাচে গেইলের কাছ থেকে সেঞ্চুরির আশা করা যায় কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘আসলে আমার কাছে দলের জয়টা সবচেয়ে বড় ব্যাপার। সেঞ্চুরিটা মূল লক্ষ্য নয়।’ ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে