সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ০৬:০৭:১৮

সেই রান আউট নিয়ে কী বললেন ওয়ার্নার?

সেই রান আউট নিয়ে কী বললেন ওয়ার্নার?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথমবার খেলতে আসা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অভিষেক ম্যাচে করেছেন ১৩ বলে ১৪ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তার দল সিলেট সিক্সার্স।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে যান ওয়ার্নার। তবে বিতর্ক দেখা দেয় ওয়ার্নার রান আউট নিয়ে।

এ ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা জানান ওয়ার্নার। তিনি বলেন, “আমাকে অন্যরা বলেছে এটা ঠিক (সিদ্ধান্ত) ছিল না। আমি দেখিনি কি ঘটেছে। তবে দৃশ্যত আমি ভেতরে ছিলাম। যারা এই ধরনের সিদ্ধান্ত দেন আমি তাদের হয়ে বলতে পারি না। আমাকে সিদ্ধান্ত মেনে নিতে হবে।”
      
তবে নিজের রান আউটে তরুণ সতীর্থ তৌহিদের কোনো ভুল দেখেন না ওয়ার্নার। তিনি বলেন, “দিন শেষে আমরা এই রান আউট নিয়ে কথা বলেছি। ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটেই। এখানে কারো ভুল নেই। এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে