মঙ্গলবার, ০৮ জানুয়ারী, ২০১৯, ১২:৩৮:৫৭

খুলনা টাইটানসে এক পরিবর্তন, অপরিবর্তিত ঢাকা ডায়নামাইটস

খুলনা টাইটানসে এক পরিবর্তন, অপরিবর্তিত ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক: আসরের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বোলারদের বেধড়ক পিটিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ঢাকা ডায়নামাইটস। পরে বোলারদের দাপটে রাজশাহীকে ১০৬ রানেই অলআউট করে ম্যাচও জিতেছিল ৮৩ রানের বড় ব্যবধানে।

তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার কোনো কারণ ছিলো না ঢাকার সামনে। সে কাজটিও করেওনি তারা। মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়মাইটস।

যেখানে বিদেশী কোটার ৪ খেলোয়াড় হলেন আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও তিন ক্যারিবীয় তারকা সুনিল নারিন, কিরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৮ রানের জন্য পরাজিত হওয়া খুলনা টাইটানস নিজেদের একাদশে পরিবর্তন এনেছে কেবল ১টি।

ক্যারিবীয়ান টি-টোয়েন্টি দলের অধিনায়ক কার্লস ব্রাথওয়েটের বদলে তারা একাদশে নিয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসেকে। দলের বাকি তিন বিদেশী খেলোয়াড় হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আফগান লেগস্পিনার জহির খান এবং যুক্তরাষ্ট্রের আলি খান।

মৌসুমে নিজেদের প্রথম জয়ের খোঁজে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস। নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছ ঢাকা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান এবং আলি খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে