বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ১১:০৫:০৫

২০১৬ বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় অঘটন

২০১৬ বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় অঘটন

স্পোর্টস ডেস্ক : আর কয়েকদিন পরেই শুরু হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৫ বিশ্বকাপ জিতে টানা পাঁচ বার শিরোপা ঘরে তোলা অস্ট্রেলিয়ার শিবিরে ঘটেছে একটি বড় ধরনের অঘটন। এই বিশ্বকাপ খেলা নিয়ে এখন নতুন করে ভাবতে হবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে। সবারই জেনে থাকার কথা টিম অস্ট্রেলিয়াকে ২০১৫ বিশ্বকাপ জেতার পেছনে বড় ভূমিকা ছিল মিচেল স্টার্কের। সেরা বোলার হিসাবে টুর্ণামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন এই অসি পেসার। কিন্তু ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পেসারকে হারাতে যাচ্ছে অসিরা। গত অ্যাডিলেড টেস্টে পায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। এটাই এখন কাল হয়ে দাঁড়াল তার জন্য। এর আগে মিচেল স্টার্ক চিকিৎসকদের সাথে কথা বলেছেন। তারা মিচেলকে অস্ত্রপচারের জন্য পরামর্শ দিয়েছেন। মিচেল এখন অস্ত্রপচারে রয়েছেন। নতুন বছরের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর চলবে তখনও চিকিৎসকদের পরামর্শের মধ্যে থাকবেন মিচেল। অসি ক্রিকেট টিমের চিকিৎসক ডেভিড ভেকি জানান, মিচেল আমাদের কাছে মতামত চেয়েছে। আমরা তাকে সঠিক পরামর্শ দিয়েছি। শারীরিক কারণে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অংশ নেয়ার সম্ভবনা দেখছি না। প্রসঙ্গত, মিচেলকে হারালে বেশ ক্ষতি হবে অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টিতে মিচেল বিশ্বসেরাদের মধ্যে অন্যতম একজন বোলার। ১০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে