বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ১২:১৩:৫১

অন্য খেলোয়াড়দের ক্যারিয়ার নষ্ট করছে হজরতুল্লাহ জাজাই!

অন্য খেলোয়াড়দের ক্যারিয়ার নষ্ট করছে হজরতুল্লাহ জাজাই!

স্পোর্টস ডেস্ক: অন্য খেলোয়াড়দের ক্যারিয়ার নষ্ট করছে হজরতুল্লাহ জাজাই! তারকায় ভরা ঢাকা ডাইনামাইটস দলের হয়ে পর পর দুই দিন সংবাদ সম্মেলনে এসেছেন দুই ম্যাচেই ম্যাচ জেতানো ইনিংস খেলা আফগান ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই।

প্রথম ম্যাচে ৭৮ রানের বিধ্বংসী ব্যাটিংয়ের পর কেউই চিন্তা করেনি দ্বিতীয় দিনও সংবাদ সম্মেলনে আসবেন জাজাই। খুলনার বিপক্ষে ৩৬ বলে ৫৭ রান করেছেন, হয়েছেন পর পর দুই দিন ম্যাচ সেরা। জাজাইয়ের ফর্মের কারণে ঢাকার ডাগ আউটে বসে থাকতে হচ্ছে ইয়ান বেলের মত পরীক্ষিত টপ অর্ডার ব্যাটসম্যানকে।

জাজাই এর জন্য বিপিএলের প্রথম ম্যাচ ছিল অনেকটাই পরীক্ষার মতন। পাশ করলেই পরের ম্যাচে সুযোগ পাবেন তিনি। ৭৮ রানের ইনিংসটি যদি জাজাই এর জন্য নিজেকে প্রমাণ করার ইনিংস হয়, তাহলে খুলনার বিপক্ষে ৫৭ রানের ইনিংস ছিল প্রথম ম্যাচের ইনিংসটি অঘটন নয়, সেটা প্রমাণের ইনিংস।

‘আমার ওপর তেমন চাপ ছিল না। কোচ আমাকে শুধু আমার প্রতিভা দেখাতে বলেছেন। আমি তাই করেছি,’ ক্রিকফ্রেঞ্জিকে সংবাদ সম্মেলন শেষে বলেছেন হজরতুল্লাহ জাজাই।

‘আমাকে যখন বলা হয়েছে আমি প্রথম ম্যাচ খেলব, আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। কারণ দলে ইয়ান বেল, পোলার্ডদের মত ক্রিকেটার ছিল। তবুও আমাকে সুযোগ দেয়ায় আমি খুশি। আমি যেই টুর্নামেন্টেই খেলি না কেন, আমি সেরা এগারোতে জায়গা করে নিতে চাই। এটা আমাকে প্রেরণা দেয়। আর ফলাফল আসবে আমি বিশ্বাস রাখি।’

ঢাকার উইকেটে দিনের ম্যাচ গুলোতে বাকি ব্যাটসম্যানরা এখন পর্যন্ত সহজে রান করতে পারেনি। একমাত্র ব্যতিক্রম এই তরুণ আফগান ব্যাটসম্যান। উইকেটে বল নিচু হয়ে আসলেও জাজাই এর ব্যাটিংয়ে তাঁর ছিটেফোঁটাও দেখা যায় নি।

খুলনার বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের ইনিংস ভিন্ন ছিল। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না। আমি শুধু মানিয়ে নিয়েছি। বাউন্স কিছুটা নিচু ছিল এই উইকেটে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে