বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ১২:৪৪:৫১

বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম: আইসিসি রিপোর্ট

বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম: আইসিসি রিপোর্ট

স্পোর্টস ডেস্ক: ইতিহাস তৈরি করে ফেললেন বাংলাদেশের টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। আইসিসি রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে অভিষেকের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এখন অবধি সবচেয়ে বেশি বল মোকাবেলায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। ২০০৫ সালে অভিষেক হওয়া মুশফিক উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৭৫টি ইনিংস খেলেছেন।

যেখানে তিনি ৫৯৫০টি বল মোকাবেলা করেছেন। এই বল মোকাবেলায় মুশফিকের ব্যাট থেকে রান এসেছে ২৮৩৭।উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে সবচেয়ে বেশি বল মোকাবেলা করেছেন নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং। ২০০৯ সালে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন অবধি ৭৯টি ইনিংস খেলেছেন উইকেটরক্ষক হিসেবে।

যেখানে তিনি বল মোকাবেলা করেছেন ৬২৪১টি। তাঁর ব্যাট থেকে এই সময়ে ২৬৬৫ রান এসেছিল।তালিকায় তিনে আছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ২০১২ তে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলেছেন ৭২ ইনিংস। বল মোকাবেলা করেছেন ৪৮৭৪টি।

তাঁর ব্যাট থেকে এই বল মোকাবেলায় রান এসেছে ২৮১২। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি আছেন এই তালিকায় চতুর্থ অবস্থানে। ২০০৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল ধোনির।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি ৮২ ইনিংসে বল মোকাবেলা করেছেন ৪৭৫৩টি। এই সময় তাঁর ব্যাট থেকে রান এসেছে ২৭০০।

তালিকায় পাঁচ নম্বরে আছেন সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র। ২০০৭ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার উইকেটরক্ষক হিসেবে খেলেছেন ৮৬টি ইনিংস।যেখানে তিনি বল মোকাবেলা করেছেন ৪৫৮৬টি। তাঁর ব্যাট থেকে সেই সময় রান এসেছিল ২৭৭৩।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে