বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০৩:২৮:০৩

আজ চরম খেলা দেখালেন আশরাফুল

  আজ চরম খেলা দেখালেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: আজ বুধবার (৯ই জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে সিলেট।

১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চিটাগং। একটি ছয় মেরেই তাসকিনের বলে ফেরেন শেহজাদ। ওয়ার্নারের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। এরপর ৩৮ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন ডেলপোর্ট।

এরপর ফেরেন আশরাফুল।  আজ চরম খেলা দেখালেন আশরাফুল, ২৩ বলে ৩ চারে ২২ রান করে তাসকিনের বলে সাব্বিরের হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান।

সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার, লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, আফিফ হোসেন, অলক কাপালি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ ইরফান, সন্দিপ লামিচান, নাসির হোসেন।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শেহজাদ, ক্যামেরুন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে