বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০২:২১:১৩

বিপিএলে ৩ টি বিতর্কিত কাণ্ডের নায়ক দিলশান

বিপিএলে ৩ টি  বিতর্কিত কাণ্ডের নায়ক দিলশান

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক ওপেনার ব্যাটসম্যান দিলশান ২০১৫ বিপিএলে খেলেন তামিম ইকবালের দল চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। বিপিএলে স্বপ্ন ভঙ্গ হয়েছে এই দলটির। এখন তুমুল আলোচনায় দিলশানের ৩ টি বিতর্কিত ঘটনা। দলের শেষ ম্যাচে খেলেননি তামিম ইকবাল। দিলশান দলের অধিনায়ক ছিলেন। নিজেদের বোলিং সেসনের সময়েই বিতর্কিত হন দিলশান। কিন্তু পার পেয়ে যাচ্ছেন তিনি। কুমিল্লা দলের বিপক্ষে নিজেদের ম্যাচের সময় ইমরুল কায়েসকে পা দিয়ে আটকে দেন তিনি। অন্যদিকে বিপিএল শুরুর আগেও ভেলকিবাজি ছিল দিলশানের। ১. বরিশাল বুলস ও চট্টগ্রাম ভাইকিংসের মধ্যে ম্যাচ চলছিল। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ক্রিস গেইল। নন স্ট্রাইকিং পয়েন্টে ছিলেন রনি তালুকদার। বল করেন দিলশান। গেইল সিঙ্গেল নেয়ার জন্য ছুটেন। তখন রনি তালুকতারও দৌঁড় শুরু করেন। দিলশান বোকার মত ঝাঁপিয়ে পড়েন রনি তালুকদারের উপর। থমকে যান রনি। পরে দৌঁড় দিয়ে শেষ রক্ষা হয়নি রনির। রান আউটের শিকার হন রনি। রিপ্লে ডাকা হয়। রনি তাকিয়ে থাকেন আম্পায়ারের দিকে। দিলশান বাধা না দিলে নিশ্চিত রানটি নিতে পারতেন। রিপ্লে না দেখে দ্রুতই সিদ্ধান্ত নেয় আম্পায়ার। কিন্তু এই ঘটনার জন্য দিলশানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ২. দিলশান আর একটি বিতর্কিত ঘটনার মধ্যে নিজ দলের ক্ষতি করেন। ইমরুল কায়েস রান নেয়ার জন্য ছুটেন। তাকে পা দিয়ে বাধা দেন দিলশান। সে ম্যাচে আউট হলেও অবশ্য ইমরুলকে আউট দেয়নি আম্পায়ার। অন্যদিকে অরিরিক্ত ৫ রান দেয়া হয় কুমিল্লা দলকে। ম্যাচ শেষে দেখা যায় ফলাফল পাল্টে দেয়ার মত ছিল ওই পাঁচ রান। সে ম্যাচে হারের মাধ্যমেই বিপিএল থেকে বিদায় নেয়ার পথে পা বাড়ায় তামিমের দল। কিন্তু দিলশানের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ দেয়নি আম্পায়াররা। এমনকি তামিম ও মাশরাফিরও নেই কোনো মাথা ব্যথা। বিদেশি খেলোয়াড় বলে সৌজন্য দেখিয়েছেন তারা। ৩. দিলশান বিতর্কিত ঘটনাকে সঙ্গী করেই এবারের বিপিএল আসরে অংশ নেন। রংপুরের হয়ে খেলার কথা ছিল তার। টাকার অংকের কারণে আবার চট্টগ্রামের সাথে চুক্তি সারেন তিনি। দুই দলের মালিকপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই বিষয়টি উপস্থাপন করে। ধরনা করা হয়েছিল দিলশানকে কোনো কঠোর উত্তর দেবে বিসিবি। কিন্তু না, বিসিবি দিলশানের পছন্দের উপর ছেড়ে দেয় বিষয়টি। পরে জানা যায় তামিম ইকবালদের সাথেই বিপিএল খেলবেন তিনি। পরে দেখা গেল, খেলার মাঠেও বিতর্কিত কাণ্ডের জন্য বারবার সমালোচিত হন এই শ্রীলঙ্কার ক্রিকেটার। ১০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে