বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৭:৪০

২০১৫ বিপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকা

২০১৫ বিপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের মূল পর্ব শেষ হচ্ছে আজ। ২৮টি ম্যাচ শেষ হয়েছে এরই মধ্যে। এসব ম্যাচের ফলাফল এখন হাজির হচ্ছে সবার সামনে। তামিম ইকবাল বিপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন। কিন্তু নিজের আসন ধরে রাখতে পারেননি তিনি। এক বিদেশি ক্রিকেটারের কাছে নিজের চেয়ারটি বিকিয়ে দিতে হয়েছে তাকে। তামিম ইকবাল নিজেদের শেষ ম্যাচে মাঠে নামেন নি। বুধবার বিকালে তামিমের রানকে টপকে যান শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ২৯৮ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম। ওই ম্যাচে সাঙ্গা ৪৮ রান করেন। সাঙ্গার মোট রান এখন ৩৩৯। প্রথম ২৮ টি ম্যাচের ফলাফলে সর্বাধিক রান সাঙ্গাকারার। দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। সেরা তিনে রয়েছেন ২৬০ রান সংগ্রহকারী দিলশান। জাতীয় দল থেকে বাদ পড়া তারকা জহিরুল হক ১৯৬ রান করেছেন। এই রান রয়েছে চতুর্থ অবস্থানে। সেরা পাঁচে রয়েছেন ১৮৮ রান সংগ্রহকারী রিয়াদ। ছয়ে ১৭৯ রান সংগ্রহকারী ইমরুল কায়েস। ১৭৩ রান সংগ্রহকারী মুনাওয়ারা উঠে এসেছেন সাতে। আটে উঠে এসেছেন আহমদ শেহজাদ। তার রান ১৬৫। ১৬৩ ও ১৬২ রান করে নয় ও দশ নম্বরে রয়েছেন নাসির ও মৌম্য সরকার। ১০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে