রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ০৭:৫৪:১০

'রাহুল- পাণ্ডিয়া থাকলে টিম বাসে আমি তাদের সঙ্গে আমার স্ত্রী-কন্যাকে যেতে দেব না'

'রাহুল- পাণ্ডিয়া থাকলে টিম বাসে আমি তাদের সঙ্গে আমার স্ত্রী-কন্যাকে যেতে দেব না'

স্পোর্টস ডেস্ক: টিভি শোতে নারীবিদ্বেষী মন্তব্য করে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ পড়েছেন ভারতের দুই তারকা হার্দিক পাণ্ডিয়া এবং লোকশ রাহুল। তাদের এই কাণ্ডে ভারতীয় ক্রিকেট দলের হয়ে মুখ খুলেছেন দলের অধিনায়ক বিরাট কোহালিও। এবার এই দুজনকে তীব্র আক্রমণ করে বসলেন ভারতের সাবেক ঘূর্ণি তারকা হরভজন সিং।

হরভজনের বলেছেন, 'লোকেশ রাহুল এবং হার্দিক পাণ্ডিয়া থাকলে টিম বাসে আমি তাদের সঙ্গে আমার স্ত্রী এবং কন্যাকে যেতে দেব না। কী মনে করবে তারা? নারীদের দিকে তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায়, যেটা পুরোপুরি ভুল।'

এখানেই না থেমে সাবেক এই স্পিনার বলেছেন, 'এই ধরনের কথাবার্তা আমরা আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আলোচনা করতে পারি না। আর ওরা সেটা অনায়াসে টেলিভিশনে বলে ফেলল! এখন সবাই ভাববে, ওরা ওরকম হলে হরভজন সিং, অনিল কুম্বলে বা শচীন টেন্ডুলকারও বোধহয় এরকমই ছিল!'

দুই ক্রিকেটারের নির্বাসনের প্রশ্নে ৩৮ বছর বয়সী হরভজন বলেন, 'এতদিন ধরে দলে খেলছে, ভারতীয় দলের সংস্কৃতি নিয়ে ভালই ধারণা থাকার কথা তাদের। ‘বিসিসিআই একদম সঠিক বিচার করেছে। এমনটাই হওয়ার কথা ছিল। বোর্ডের এই বিচারে আমি এতটুকু চমকে যাইনি।'

উল্লেখ্য, নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের জেরে ভারতীয় দলের পক্ষ থেকে অধিনায়ক বিরাট কোহালি বলেছিলেন, 'ওরা যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছে, সেটাকে আমরা কোনো অবস্থাতেই সমর্থন করি না। ভারতীয় ক্রিকেট দল হিসেবে আমরা সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করি না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে