বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৯:৫৩

‘ভারতই চায় না পাকিস্তানের সঙ্গে খেলতে’

 ‘ভারতই চায় না পাকিস্তানের সঙ্গে খেলতে’

স্পোর্টস ডেস্ক: পাক-ভারত সিরিজ হওয়ার ব্যাপারে কে ইচ্ছুক আ কে ইচ্ছুক না সেটি এখন দিনের মত পরিস্কার। এছাড়া দু’দেশের সিরিজ নিয়ে কে আন্তরিকতা দেখাচ্ছে আর কে পিছু হাঁটছে সেটিও এখন দিবালোকের মত। আর শেষ পর্যন্ত মুখ ফুটে সেটাই জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। `সত্যি কথা হলো, ভারতই চায় না পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে।` একদিনের জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে সফর করেছেন। কিন্তু দুদেশের ক্রিকেট নিয়ে কোন আলোচনা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, `আমরা আশা করেছিলাম সুষমা স্বরাজের এই সফরে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্কের জট খুলবে। এ নিয়ে আলোচনা হবে। কিন্তু সে সবের কিছুই হলো না।` পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সিরিজটির ব্যাপারে আন্তরিকতা দেখিয়ে আসছে সেই শুরু থেকে। খেলার বিষয়ে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত ‘না’ ই অনড় ভারত সরকার। এ কারণে শাহরিয়ার খান বলেন, `আমরা তো খেলতেই চেয়েছিলাম। কিন্তু ভারতই কখনওই আমাদের সঙ্গে ইতিবাচক মনোভাব দেখায়নি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে সিরিজটি আয়োজনের বিষয়ে। এখন আর আমাদের হাতে কোন সময় নেই এই সিরিজটি আয়োজনের বিষয়ে।` ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে