বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩১:৪৭

চাপের মুখে আফ্রিদি বাহিনী

চাপের মুখে আফ্রিদি বাহিনী

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিততে হলে ১৫১ রান করতে হবে সিলেট সুপার স্টার্সকে। বিজয়ের হাসি হাসতে এই জয়টা হতে হবে বড় ব্যবধানে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫০ রান করে কুমিল্লা। তার জবাবে কঠিন চাপ নিয়ে ব্যাটিংয়ে নামেন সিলেট সুপার স্টার্সের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি ও কোব । কিন্তু দলের বাঁচা-মরার দিনে মাত্র ১০ রান তুলেই সাজ ঘরের ফিরেন দেশীয় ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। এর কিছুক্ষণ পরই ব্যাক্তিগত ২১ রান করে জুনায়েদ সিদ্দিকীর দেখানো পথে পা বাড়ান কোব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট সুপার স্টার্সের সংগ্রহ ৫.৪ ওভারে ৩৩ রান। আর উইকেট পড়েছে ২টি। বর্তমানে সিলেটের হয়ে মাঠে ব্যাট করছেন বোপার (১) ও মুশফিকুর রহিম (১)। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে