বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১২:৫০:১৯

এবার সেই সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হলো নতুন বিতর্কের

এবার সেই সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হলো নতুন বিতর্কের

স্পোর্টস ডেস্ক: বিপিএলের সিলেট পর্বে এবার নতুন করে সৃষ্টি হলো আরেকটি বিতর্কের। এইদিন হ্যাটট্রিক হয়েই যেত সুনীল নারিনের। কিন্তু শেষ মূহুর্তে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আর হ্যাটট্রিক হয়নি তার।

ঘটনা রাজশাহীর ব্যাটিং ইনিংসের দ্বাদশ ওভারের। ওই ওভারে সুনিল নারাইন সাজঘরে ফেরান শাহরিয়ার নাফীস ও মার্শাল আইয়ুবকে। ক্যারিবীয় স্পিনার ফেরাতে পারতেন রায়ান টেন ডেসকাটেকেও। সেলক্ষ্যে জোরাল আবেদনই করেছিল ঢাকা ডায়নামাইটস।

ফিল্ড আম্পায়ার নারাইন-সাকিবদের আবেদন নাকচ করে দেন। পরে রিভিও নেয় সাবেক চ্যাম্পিয়নরা। যেখানে আল্ট্রা এজে দেখা যায় ডেসকাটের গ্লাভস ছুঁয়ে বল গিয়ে আশ্রয় নেয় কিপার নুরুল হাসানের গ্লাভসকে। স্বাভাবিকভাবেই এলবিডব্লিউ নয়। কিন্তু অবাক করল তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। ডেসকাটেকে কট বিহাইন্ড আউট দেননি মাসুদুর।

দেবেন কীভাবে নিয়ম অনুযায়ী আউটের সম্ভাব্যতা যাচাই-ই করেনি তৃতীয় আম্পায়ার। যদিও প্রথমে এলবিডব্লিউ ভেবেই আউটের আবেদন জানিয়েছিল ঢাকা। কিন্তু এলবি এলবিডব্লিউ কট বিহাইন্ডা কোনোটিই দেননি আম্পায়ার। কেন আউট দিলেন না মাসুদুর এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ঢাকা ডায়নামাইটস। কিন্তু উত্তর পায়নি তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে