বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ০১:০৯:২৯

'ডানহাতি' বিধ্বংসী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়ার্নারকে দেখল বিপিএল!

'ডানহাতি' বিধ্বংসী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়ার্নারকে দেখল বিপিএল!

স্পোর্টস ডেস্ক: বিধ্বংসী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার চলতি বিপিএলে আজই প্রথম তার আসল রূপে দেখা দিলেন। বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুতে লিটন দাসের তাণ্ডবের পর ৩৬ বলে ৬১* রানের ধ্বংসাত্মক ইনিংস উপহার দিয়েছেন সিলেট সিক্সার্স অধিনায়ক। দল গড়েছে রান পাহাড়। কিন্তু সিলেটের গ্যালারিভর্তি দর্শকরা এদিন দেখল ডানহাতি ওয়ার্নারকে!

সাবেক অজি সহ-অধিনায়ক সাধারণত বাম হাতে ব্যাট করে থাকেন। কিন্তু প্রয়োজনে যে স্বাভাবিক নিয়মের বিপরীতেও তিনি যেতে পারেন, এবার তার প্রমাণ মিলল। সিলেটর ইনিংসর ১৯তম ওভার। বোলিং করছেন টি-টোয়েন্টির 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেই। অনিয়মিত এই বোলারকে খেলতে বেগ পেতে হচ্ছিল ওয়ার্নারকে। প্রথম বলে নিলেন ২ রান, পরের দুই বল ডট; এরপর?

উইকেটে থিতু হওয়া ওয়ার্নার কখনই রান ছাড়া থাকতে পারেন না। তাই হুট করে ডান হতে ব্যাট করা শুরু করলেন তিনি! ব্যাটিং স্টাইল পাল্টেই ওভারের চতুর্থ বলে গেইলের মাথার ওপর দিয়ে হাঁকালেন ছক্কা! পরের বলে প্যাডেল সুইপ করে স্কয়ার লেগ দিয়ে বল পাঠালেন সীমানার বাইরে। গেইলের শেষ বলে রিভার্স সুইপে পয়েন্ট এলাকা দিয় আবারও চার!

ওভারে এল মোট ১৬ রান। এমন মার খেয়ে বেচারা গেইলের অবস্থা কী বুঝতেই পারছেন…

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে