বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪০:৫৮

১২ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে অভিষেক!

১২ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে অভিষেক!

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের হয়ে মাঠ মাতানো স্বপ্ন প্রত্যেক ক্রিকেটারই দেখে থাকেন। তবে বয়সটা যদি হয় ‘টিনএজ’ তাহলে স্বপ্নের পরিধীটা থাকে আরও বড়। সাধারণত টিনএজ বয়সের সব ক্রিকেটারই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখে থাকেন। আর সেই স্বপ্ন যদি জীবনে সত্যিকারের রূপ ধারণ করে তাহলে তো কথাই নেই। আর টিনএজ বয়সের আগেই যদি জাতীয় দলে অভিষেক হয়, তাহলে খুশির মাত্রাটি কী পরিমাণ হতে পারে ভেবে দেখেছেন কি? টিনএজ-এ পা দেওয়ার আগেই আন্তর্জাতিক টেস্ট ম্যাচে অভিষেক হয়ে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেটার সাজিদা শাহের। বয়স ‘থারটিন’ হওয়ার আগেই ২০০০ সালের জুলাইয়ে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের। তখন তাঁর বয়স ছিল ১২ বছর ১৭৮ দিন। মজার ব্যাপার হলো, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এরও আগে পেয়েছিলেন এই পাকিস্তানি নারী ক্রিকেটার! ওই সফরেই ওয়ানডে ম্যাচে অভিষেকের সময় সাজিদার বয়স ছিল ১২ বছর ১৭১ দিন। নারী-পুরুষ ক্রিকেট মিলিয়েই সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এটি। সাজিদার জন্ম ২৫ জুন ১৯৮৮ হায়দ্রাবাদ, সিন্ধু, পাকিস্তান। পাকিস্তানীিএই নারী ক্রিকেটার একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং অফস্পিন বোলার হিসেবে খেলে থাকেন। তিনি পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে দুটি টেস্ট ও ৪২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে