শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ০৮:২৮:৫৪

শেষ পর্যন্ত পেরেছেন জুনায়েদ সিদ্দিকী

 শেষ পর্যন্ত পেরেছেন জুনায়েদ সিদ্দিকী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ১৮ জানুয়ারি রোজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় শুরু হয় ম্যাচটি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে কোন পরিবর্তন আসেনি। তবে খুলনা টাইটান্সের একাদশে দুই পরিবর্তন এসেছে। লাসিথ মালিঙ্গা ও আল আমিন একাদশে এসেছে।

ব্যাট করেতে নেমেই শুরুতেই বিপাকে পড়ে খুলনা। মাত্র ২ রানে মাথায় ওপেনার জহুরুল ইসলামকে হারায় খুলনা। ৩ বল খেলে কোন রান না করেই সাইফুদ্দিনের বলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি।

শেষ পর্যন্ত পেরেছেন জুনায়েদ সিদ্দিকী।  প্রথম উইকেট হারালেও চার-ছক্কা হাঁকাচ্ছেন জুনায়েদ সিদ্দিকী ও আল আমিন। এই জুটি ৭.১ বল পর্যন্ত খেলে ৭৩ রান করে। তবে দলীয় ৮ নম্বর ওভারে বল করতে এসেই প্রথম বলে ভালো খেলা আল আমিনকে সরাসরি বোল্ট করেন। ১৯ বলে ১ ছক্কা ও ৪টি চারে ৩২ রান করে ফেরেন তিনি।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনিও আফ্রিদির শিকার হয়ে ফিরে যান। ৯ বলে ১৬ রান করে সরাসরি বোল্ট হয়ে ফিরেন তিনি। তবে অন্য প্রান্তে ঝড় তুলে হাফ সেঞ্চুরি তুলে নিলেন জুনায়েদ সিদ্দিকী। ৩০ বলে ৫১ রান করেন তিনি।

শেষ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান।

দুই দলের একাদশ-

খুলনা টাইটান্সের একাদশ: জুনায়েদ সিদ্দিকি, রিয়াদ, ডেভিড মালান, নাজমুল শান্ত, জহুরুল ইসলাম, আরিফুল হক, ব্র্যাথওয়েট, তাইজুল, আল আমিন, জুনায়েদ খান, লাসিথ মালিঙ্গা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: এনামুল হক, তামিম, ইমরুল, থিসারা পেরেরা, সামসুর রহমান, আফ্রিদি, লিয়াম ধাওসন, ওহাব রিয়াজ, সাইফ উদ্দিন, মেহেদী হাসান, জিয়াউর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে