শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৮:২৩:১৩

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: মাঠ ও মাঠের বাইরে নানা কাণ্ড ঘটিয়ে সবসময়ই সমালোচনার কেন্দ্রে থাকেন বাংলাদেশের ক্রিকেটের 'ব্যাড বয়' খ্যাত সাব্বির রহমান। ভোগ করছেন নিষেধাজ্ঞাও। এর মাঝে তার ব্যাট হাসছে না। চলতি বিপিএলে নিষ্প্রভ ছিলেন সাব্বির। ৬ ইনিংস খেলেও করতে পারছিলেন না প্রত্যাশিত রান। আজ অবশেষে রংপুর রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠলেন তিনি; সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে গড়ে ফেললেন ছক্কার হাফ সেঞ্চুরি করার রেকর্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর শুরুর আগে বিপিএলে সাব্বিরের ছক্কা ছিল ৪৭টি। প্রথম ম্যাচে একটি ছক্কা মারতে পেরেছিলেন, চতুর্থ ম্যাচে একটি। আজকের ম্যাচের ৬ষ্ঠ ওভারে ফরহাদ রেজার বলে মারেন তার পঞ্চাশতম বিপিএল ছক্কা। ৫১ বলে ৮৫ রানের ইনিংসটায় পরে ছক্কা মেরেছেন আরও ৫টি।

৬১ ইনিংসে সাব্বিরের ছক্কার সংখ্যা এখন ৫৫ টি। বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে তার চেয়ে বেশি ছক্কা আছে আর কেবল একজনেরই। নামটি সহজেই অনুমেয়। মাত্র ৩১ ইনিংসেই ক্রিস গেইল মেরেছেন ১১০ ছক্কা! ৫৯ ইনিংসে ৪৬ ছক্কায় রেকর্ডের তিনে এনামুল হক। ৪৫ ছক্কা মেরেছেন মুশফিকুর রহিম (৫৮ ইনিংসে), ইমরুল কায়েস (৬০ ইনিংসে) এবং মাহমুদউল্লাহ (৬৫ ইনিংসে)। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার কীর্তিতেও গেইলের ধারেকাছে নেই কেউ। মেরেছেন ১৮ ছক্কা, ১৪ ছক্কা, ১২ ছক্কা, ১১ ছক্কা ও ১০ ছক্কা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে