বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৯:৩০

বরিশালে ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা

বরিশালে ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা

বরিশাল: বরিশালে ফুটবল মাঠে খেলা চলাকালীন সময়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে খেলা দেখতে আসা দর্শকরা আনন্দ ম্লান হয়ে গেছে। মূলত খেলা চলাকালীন এক পর্যায়ে কলেজ ভবনের টিনশেড পড়ে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রায় শতাধিক মানুষ, আহত হন ৪০ জন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখতে গিয়ে এ ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত আরও ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর হয়েছেন শাহ আলম, মোহাম্মদ হোসেন, মো. ইউসুফ, মোজাম্মেল, সামসুল হকসহ বেশ কয়েকজন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমিজ উর রহমান জানান, কলেজ মাঠে শহীদ মানিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উলানিয়া বনাম লেংগুটিয়া একাদশের ফাইনাল খেলা চলছিল। খেলা দেখার জন্য শত শত দর্শক কলেজের ছাত্রী কমন রুম ভবনের চালায় ওঠে। হঠাৎ করে ভবনের চালা ভেঙে পড়ে ৪০ জন দর্শক আহত হন। ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে