বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪১:৪৫

চেন্নাইকে দিতে হবে ৭২ কোটি, রাজস্থানকে ৫৬

চেন্নাইকে দিতে হবে ৭২ কোটি, রাজস্থানকে ৫৬

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ‍দুইটি জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলসকে আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে দল দুটি আগামী ২০১৬ ও ২০১৭ মৌসুমের আইপিএল খেলতে পারবে না। তবে উভয় দলকেই বিসিসিআইকে ‘পার্টিসিপেশন ফি’ দিতে হবে। যার পরিমান ১৫৬ কোটি টাকা। এর মধ্যে চেন্নাই দেবে ৭২ কোটি এবং রাজস্থান দেবে ৫৬ কোটি টাকা৷ এর আগে ২০১৩ আইপিএল-এ চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক ম্যাচ গড়াপেটায় বুকিদের সঙ্গে হাত মেলানোয় দু’ বছরের জন্য নির্বাসিত হয় সুপার কিংস ও রয়্যালস৷ চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপন্ন এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক রাজ কুন্দ্রা ষষ্ঠ আইপিএল ম্যাচ গড়াপেটার সঙ্গে সরিসরি যুক্ত থাকায় সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন দু’ বছরের জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসিত করে৷ তবে দু’টি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের খেলতে দেখা যাবে নতুন দু’টি দল অর্থাৎ পুণে ও রাজকোটের হয়ে৷ দু’ বছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসে ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে মঙ্গলবার আত্মপ্রকাশ ঘটে আইপিএল-এ এই দু’টি দলের৷ পুণে দল কিনছেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা এবং রাজকোট ফ্র্যাঞ্চাইজির মালিকানা গিয়েছে মোবাইল কোম্পানি ইনটেক্স গ্রুপের হাতে৷ ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে