বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫১:০৮

সিলেটের বিদায়ের কারণ ব্যাখ্যা করলেন আফ্রিদি

সিলেটের বিদায়ের কারণ ব্যাখ্যা করলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর থেকে আজ বিদায় নিয়েছে সিলেট সুপার স্টার্স। তারা আজ কুমিল্লার বিরুদ্ধে যদি বড় ব্যবধানে জয় লাভ করতো তাহলে তারা নিশ্চিত ভাবে শেষ চারের যোগ্যতা অর্জন করতো। কিন্ত সচনীয়ভাবে পরাজিত হওয়ায় উল্টো আসর থেকেই ছিটকে গেল দলটি। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭১ রানে হেরেছে তারা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর দলের ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক শহিদ আফ্রিদি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি জানান, প্রতি ম্যাচে অসংখ্য ভুলের মাশুল দিতে হয়েছে তাদের। পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘আমরা পরিকল্পনা মতো খেলতেও পারিনি। এই খেলাটায় ধারাবাহিকতা ধরে রাখা খুবই প্রয়োজন। কিন্তু ম্যাচের পর ম্যাচ আমরা অনেক ভুল করেছি।’ শুরুতে সিলেটের অধিনায়ক ছিলেন আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘চাপে’ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আফ্রিদি অধিনায়ক হওয়ার পর দুই ম্যাচে জিতে শেষ চারে থাকার ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকে সিলেটের। প্রথম দুই ম্যাচে সিলেট হারে ১ রানে। তৃতীয় ম্যাচে এসে ৬ রানে হারে দলটি। সাফল্য পেতে মারিয়া সিলেট প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন আনে। আফ্রিদি মনে করেন, বারবার একাদশে পরিবর্তন আনায় ভুগতে হয়েছে তাদের। ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে