বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৬:৩৯

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউসুফ

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউসুফ

স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত সিরিজ আয়োজন নিয়ে ধোঁয়াশা চলছেই। আদৌ স্বপ্নের সেই সিরিজ হবে কি না তা নিশ্চিত নয়। এই সিরিজ নিয়ে দুই দেশের মধ্যে এখন চলছে নানা বিতর্ক, বিশ্লেষণ ও হিসাব নিকাশ। সিরিজ আয়োজন নিয়ে যখন তালমাটাম অবস্থা ঠিক এমন সময় মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ‍মুহম্মদ ইউসুফ। তিনি সাফ জানিয়ে দিলেন, ভারত-পাকিস্তান সিরিজ হোক বা না-হোক, তাতে ভারত বা পাকিস্তানের লাভ বা ক্ষতি কিছুই হবে না। এই সিরিজ নিয়ে জল যেভাবে বিভিন্ন দিকে গড়াচ্ছে, তাতে আমি অবাক। প্রসঙ্গত এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন নিজেদের মধ্যে খেলে না। তাই ইউসুফ বলছেন, ‘‘ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে দীর্ঘদিন খেলছে না। তাতে দু’ দেশের ক্রিকেটের কোনও ক্ষতি হচ্ছে না। কিন্তু সিরিজ আয়োজন করলে লাভ হবে উভয় দেশেরই। কারণ এই খেলার মধ্যে দিয়ে উভয় দেশের বন্ধুত্ব, ভাতৃত্ব বাড়বে। আর ক্ষতি যা হবে তা হবে আন্তর্জাতিক ক্রিকেটের।’ ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে