বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:১৬

আবারো যুবরাজের ছয় ছক্কা

আবারো যুবরাজের ছয় ছক্কা

স্পোর্টস ডেস্ক: ধোনি রান না-পেলেও দল জিতেছে৷ কিন্তু যুবি রান পেলেও হেরেছে তাঁর দল৷ বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির প্রথম দিন বিপরীত ছবি ভারতের ওয়ান ডে ক্রিকেটের দুই মারকুটে ব্যাটসম্যানের৷ ২০১৪-এর এপ্রিলে দেশের জার্সিতে শেষবার মাঠে নামা যুবরাজ সিং এদিন পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে দলকে নেতৃত্বে দেন৷ জাতীয় দলে বাইরে থাকা যুবরাজ ঘরোয়া টুর্নামেন্টে পারফর্ম করে আগামী বছর টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান ২০১১ বিশ্বকাপের নায়ক৷ যুবির ৯৩ রানের ঝকঝকে ইনিংস সত্ত্বেও মুম্বইয়ের কাছে হার হজম করতে হয় পঞ্জাবকে৷ এদিন হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে প্রথম ব্যাট করে ২৫৪ রানে অল-আউট হয় পঞ্জাব৷ দ্রুত তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইনিংসের হাল ধরেন অধিনায়ক যুবি৷ ৯৩ বলে ছ’টি চার ও ছ’টি ছক্কার সাহায্যে ৯৩ রানের ইনিংস খেলেন পঞ্জাবের বাঁ-হাতি৷ যুবি ছাড়া ৪১ রান করেন মনদীপ সিং৷ রান তাড়া করে ৪৫.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই৷ জয় বিস্তা ৯২ ও অভিষেক নায়ার ৪৪ রান করেন৷অন্য একটি ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ধোনি মাত্র ৯ রানে আউট হলেও পাঁচ রান জেতে ঝাড়খণ্ড৷ ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে