বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৩:৪৯

বড় স্কোর দাঁড় করাতে ব্যর্থ ঢাকা

বড় স্কোর দাঁড় করাতে ব্যর্থ ঢাকা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বরিশাল বুলস এবং ঢাকা ডাইনামাইটস। ইতিমধ্যেও দু’দলই শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। তবু শেষ চারে কে কত তম অবস্থানে থাকবে, সেটা নির্ধারণ হবে এই ম্যাচেই। তবে এই ম্যাচে বড় স্কোর দাঁড় করাতে পারেনি ঢাকা ডাইনামাইটস। আজ বরিশালের সামনে ১৩৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ঢাকা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ্‌ রিয়াদ। নিজেদের ওপেনিং নিয়ে গত দুই ম্যাচে পরীক্ষা চালানো ঢাকা এদিনও ওপেনিং জুটিতে পরিবর্তন আনে। গত ম্যাচের ওপেনার ফরহাদ রেজার সাথে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ হাফিজ। নতুন এই জুটি ভালোভাবেই শুরু করেছিল ঢাকার ইনিংস। ১০ বলে ১৯ রান করা ফরহাদ রেজাকে বোল্ড করে ৪২ রানের এই ওপেনিং জুটি ভাঙেন সোহাগ গাজী। পরের ওভারেই আরেক ওপেনার হাফিজকেও তুলে নেন নিখিল দত্ত, আউট হবার আগে হাফিজ করেন ২৭ বলে ২৫ রান। সাঙ্গাকারার অনুপস্থিতিতে ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করা নাসির এরপর ম্যালকম ওয়ালারের সাথে চতুর্থ উইকেটে ১৮ রানের ছোট একটি জুটি গড়েন। ওয়ালার নয় বলে দশ রান করে নিখিলের দ্বিতীয় শিকারে পরিণত হন। এগারোতম ওভারের শেষ বলে নিখিল যখন নাসিরের উইকেটটিও তুলে নেন, ঢাকার রান তখন ৭২। পঞ্চম উইকেট পার্টনারশিপে একটু গতি দরকার ছিল ঢাকার। কিন্তু রায়ান টেন ডেসকাট আর মোসাদ্দেক হোসেন সেই গতি দিতে ব্যর্থ হন। ৬.৫ ওভার খেলে এই জুটি তোলে ৩৪ রান। এমরিটের বলে রিয়াদের এক অসাধারণ ক্যাচে ডেসকাট আউট হন ২২ রান করে। ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে