বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ১০:১৪:০৪

গেইলহীন বরিশালের কষ্টের জয়

গেইলহীন বরিশালের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০তম ম্যাচে বৃহস্পতিবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল বরিশাল বুলস। ঢাকার দেয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশাল ১৯.৪ বল খেলে ৮ উইকেট হারিয়ে কষ্টের জয় পেয়েছে। এই ম্যাচে বরিশালের পক্ষে ক্রিস গেইল এবং ঢাকার পক্ষে সাঙ্গাকারা খেলেননি। বরিশালের পক্ষে সবোচ্চ রিয়াদ ইমারিত ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার মেহেদি মারুফ করেন ৩৭ রান। ঢাকার পক্ষে মোশাররফ হোসেন ৩টি ও নাবিল ২টি উইকেট লাভ করেছেন। এর আগে, টস জিতে আগে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকার হয়ে মোহাম্মদ হাফিজ (২৫), ফরহাদ রেজা (১৯), ম্যালকম ওয়ালার (১০) ও নাসির হোসেন (১৪) রান করেন । শুরুর দিকে ততটা ভালো করতে না পারলেও শেষমুহুর্তে ঢাকার হয়ে কিছুটা ঝড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেন মোসাদ্দেক হোসেন। ফলে দলের হয়ে ৩০* রানের সর্বোচ্চ ইনিংসটি তার ব্যাট থেকেই আসে। বরিশালের হয়ে বল হাতে নিখিল দত্ত সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি উইকেট লাভ করেন রায়াদ এমরিট। তাছাড়া একটি উইকেট পান সোহাগ গাজী। ১০ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে