শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০১:০২:৪৮

পরীক্ষায় ব্যর্থ ধোনি, সফল যুবরাজ

পরীক্ষায় ব্যর্থ ধোনি, সফল যুবরাজ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আস্ট্রেলিয়া সফর ও টি-২০ বিশ্বকাপের আগে তারকারা কেমন ফর্মে রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে! তার পরীক্ষা ভারতের ঘরোয়া লীগ বিজয় হাজারে ট্রফি৷ প্রথম দিনই ভারতীয় ক্রিকেটের তারকাদের মিশ্র পারফরম্যান্স৷ এদিন সবার নজরে ছিলেন একদিন ও টি-২০ ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি৷ কিন্তু বেঙ্গালুরুতে প্রথম ম্যাচেই ব্যাট হাতে সুপারফ্লপ ধোনি৷ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে ব্যাট করতে নেমে ২৪ বল খেলে মাত্র ৯ রান ধোনির৷ ব্যাট হাতে এদিন বেশ নড়বড়ে ছিলেন ভারত অধিনায়ক৷ ধোনির ব্যাট থেকে এসেছে মাত্র ১টি বাউন্ডারি৷ ধোনি যখন ফ্লপ তখন ব্যাট হাতে দুরন্ত প্রত্যাবর্তন যুবরাজ সিংহের৷ হায়দরাবাদে মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচ বিধ্বংসী মেজাজে যুবরাজ৷ ধাবল কুলকার্নি, শার্দুল ঠাকুরদের বোলিং আক্রমনের সামনে ৯৩ বলে ৯৩ রান যুবরাজের৷ ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি৷ যুবরাজের ব্যাটে ভর করেই মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাব করে ২৫৪ রান৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ শেখর ধাওয়ানের কাছে পারফর্ম করার সেরা মঞ্চ এই বিজয় হাজারে ট্রফি৷ কিন্তু ভদোদরার বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ শেখর৷ ৩০ বলে ২৫ রান ধাওয়ানের৷ ইনিংসে ছিল ৫টি চার৷ ব্যাট হাতে ধাওয়ান যখন ব্যর্থ, তখন বল হাতে ম্যাজিক অব্যাহত অশ্বিনের৷ আসামের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই নজর কাড়লেন সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ৷ ৯.৪ ওভারে ৩১ রানে তিন উইকেট পান অশ্বিন৷ তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ধোনির পারফরম্যান্সই! ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটমহলের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপে দলের ব্যাটন দেওয়া হোক বিরাট কোহলির হাতে৷ যে দাবি ফের জোরদার হয়েছে ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে ধোনি ব্যর্থ হওয়ায়৷ ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে