শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:২১:২২

ফ্রান্সের জাতীয় দলে নিষিদ্ধ বেনজিমা

ফ্রান্সের জাতীয় দলে নিষিদ্ধ বেনজিমা

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সিতে সবশেষ দুই ম্যাচে তার ৫ গোল। চ্যাম্পিয়নস লিগে মালমোর বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন করিম বেনজিমা। তাতেও কাজ হলো না। জাতীয় দল ফ্রান্স থেকে যে ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ নিষিদ্ধ হয়েছেন তিনি! নিষেধাজ্ঞার ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কাজে সংযুক্ত থাকার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল। এমনকি ফ্রান্সের প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন, করিম বেনজিমাকে আর জাতীয় দলে দেখতে চান না। অবশেষে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়ে দিল, নিষিদ্ধ করা হয়েছে বেনজিমাকে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য ফ্রান্স জাতীয় দলের জার্সি গায়ে মাঠে খেলতে পারবেন না বিয়ালে তারকা এই স্ট্রাইকার। মূলত ফ্রান্স দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে একটা ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমার বিরুদ্ধে। ফ্রান্সের আদালতে মামলাও দায়ের করা হয়েছে বেনজিমার বিরুদ্ধে। বিষয়টা এখন আদালতে বিচারাধীন ও তদন্ত চলছে। এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, এই অভিযোগ থেকে নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত দলে সুযোগ পাবেন না বেনজেমা। বেনজিমা অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে