শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:৩৯

খুশি আইসিসির প্রতিনিধি দল

খুশি আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি ২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য কতটা তৈরি কলকাতার ইডেন গার্ডেন? বৃহস্পতিবার পরিদর্শন করে গেল আইসিসি–র ১২ সদস্যের প্রতিনিধি দল। ইডেনের পরিকাঠামো দেখে আইসিসি–র এই প্রতিনিধি দল খুশি। তবে বেশকিছু চাহিদাও রয়েছে। গোটা স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি, ইডেনের সাজঘর, মিডিয়া রুম, ব্রডকাস্টিং ব্যবস্থাও খতিয়ে দেখেন। বিশেষ করে টিভি সম্প্রচারের জন্য যেখানে ক্যামেরা বসানো হয়, সেই জায়গা দেখে এই প্রতিনিধি দল কিছু পরামর্শ দিয়েছে ইডেন কর্মকর্তাদের। টোয়েন্টি ২০ বিশ্বকাপের ফাইনালের দিন মহিলাদেরও টোয়েন্টি ২০ বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা ইডেনে। তাই চারটি ড্রেসিংরুম দরকার, দুটি ছেলেদের, দুটি মেয়েদের। অথচ, এই মুহূর্তে দুটি ড্রেসিংরুম রয়েছে ইডেনে। তাই আরও দুটি ড্রেসিংরুম কীভাবে তৈরি করা যায়, কিংবা বিকল্প ব্যবস্থা হিসেবে কী করা যায়, ভাবছেন ইডেন কর্তারা। ইনডোর পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। আইসিসি–র ইভেন্ট সংক্রান্ত বিষয়ের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘টোয়েন্টি ২০ বিশ্বকাপের সব ভেনু আমরা ঘুরে দেখব। ইডেনে যেহেতু ফাইনাল হবে, তাই এর আলাদা গুরুত্ব রয়েছে। এটাই প্রথম পরিদর্শন। পরে আবার পরিদর্শন করা হবে কিনা সেটা আইসিসি ঠিক করবে। তবে ইডেনের ব্যবস্থাপনা দেখে আমরা খুশি।’ ইডেনকে কি ম্যাচ আয়োজনের সবুজ সঙ্কেত দেওয়া হল? টেটলি বলেন, ‘সবুজ সঙ্কেতের কোনও ব্যাপার নয়, আমরা শুধু আলোচনা করতে এসেছি। কিছু কিছু জিনিস দরকার। সেগুলো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করব।’ এদিকে পুরুষ ও মহিলাদের টোয়েন্টি ২০ বিশ্বকাপের ফাইনাল–সহ মোট ৬টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ইডেন। আজ ক্রীড়াসূচি ঘোষিত হবে। তবে সবচেয়ে বড় চমক থাকছে প্রস্তুতি ম্যাচে। ভারত–পাকিস্তান কিংবা ভারত–ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ইডেন পেতে পারে। এ ছাড়া আরও তিনটি প্রস্তুতি ম্যাচ হবে ইডেনে। ১১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে