শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৯:১৯

যে ‘অভিনব কৌশলে’ মাঠে গড়াবে বিপিএল সেমিফাইনাল

যে ‘অভিনব কৌশলে’ মাঠে গড়াবে বিপিএল সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক: আসরের শুরুতেই কতৃপক্ষ ঘোষণা দিয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে নেয়া হবে ভিন্নতার ছোঁয়া। মূলত প্রথম ও দ্বিতীয় আসরের ভেড়াজাল থেকে বের হয়ে আসতে চেয়েছিল বিপিএল গর্ভনিং বোর্ড। তারা চাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে হবে এবারের বিপিএল সেমিফাইনাল। নিয়মটা হল এমন - গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে প্রথম সেমিফাইনাল। সেটার কেতাবী নাম প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। হেরে যাওয়া দল বাদ পড়ে যাবে। এলিমিনেটরে জয়ী দল ও প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় সেমিফাইনালের, মানে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই হিসেবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দু’দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স শনিবার, ১২ ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। আর একই দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল। তারা হল বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস। সেখানে যারা হেরে যাবে তারা একেবারেই বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল ১৩ ডিসেম্বর মুখোমুখি হয়ে প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের বিপক্ষে। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে