শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৯:১৮

‘বিপিএলে কয়েকজন খেলোয়াড় এখনো টাকা পায়নি’

‘বিপিএলে কয়েকজন খেলোয়াড় এখনো টাকা পায়নি’

স্পোর্টস ডেস্ক: নভেম্বরের ২২ তারিখে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্ভোধনী ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গর্ভনিং বোর্ড থেকে ঘোষণা দেয়া হয়েছিল ১১ ডিসেম্বরের মধ্যে বিপিএলে অংশগ্রহণকারী সব দলের ক্রিকেটারদের ৭৫ ভাগ পারিশ্রমিক দিয়ে দিবে ফ্র্যাঞ্চাইজি গুলো। কিন্তু ঘটনা হচ্ছে সিলেট সুপারস্টার্সের অনেক ক্রিকেটারই নাকি এখনও তাদের পারিশ্রমিক পাননি। দলটির অধিনায়ক শহিদ আফ্রিদি সে কথাই জানালেন। সোমবার নিজেদের বিদায়ী ম্যাচে কুমিল্লার কাছে ৭১ রানে হেরেছে সিলেট। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শহীদ আফ্রিদি বলেন,‘শুনলাম দলের কয়েকজন ক্রিকেটার বলছে তাদের টাকা দেয়া হয়নি। ক্রিকেট বোর্ড এবার ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। এজন্য বিপিএল ও ক্রিকেট বোর্ডকে ক্রেডিট দিতে হচ্ছে।’ ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চয়তা স্বরূপ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিয়ে রেখেছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের পঞ্চাশ ভাগ টাকা দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজির। ১১ ডিসেম্বরের মধ্যে এর পরিমাণ হওয়ার কথা ৭৫ ভাগ। টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাস পর কোনো পারিশ্রমিক বাকি থাকার কথা না। যদি সবকিছু ঠিকঠাক থাকে থাকে তাহলে বিপিএল খেলতে আগ্রহ দেখাবে বিশ্বমানের ক্রিকেটাররা। আফ্রিদি বলেন, ‘পারিশ্রমিকের নিশ্চয়তা দিতে পারলে ভবিষ্যতে বিশ্বের সব দেশের ক্রিকেটাররা বিপিএল খেলতে আগ্রহ দেখাবে।’ পাকিস্তান দলের এই অধিনায়ক ব্যাক্তিগতভাবে পরামর্শ দেন যাতে মালিকপক্ষ পারিশ্রমিকের ইস্যুটিকে সমাধান করতে পারে তাহলে ভবিষ্যতে প্রত্যেক দেশের ক্রিকেটার এখানে খেলতে আসবে এবং বিপিএল উপভোগ করবে।’ ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে