শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৯:০৯

সাকিবকে ‘বন্ধু’ দাবি নাফিসার

সাকিবকে ‘বন্ধু’ দাবি নাফিসার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় পর্বের খেলার জন্য লটারিতে স্থানীয় ‘আইকন’ মাশরাফি বিন মুর্তজাকে পাওয়ায় প্রাথমিকভাবে অসন্তোষ প্রকাশ করেছিল কুমিল্লা দলের মালিক পক্ষ। তাদের মনপ্রাণের দাবি ছিল সাকিব আল হাসান কুমিল্লার হয়ে খেলুক। আসরের শুরুতে সামন্য হোঁচট খেলেও দারুল ছন্দে শেষ চারে এখন কুমিল্লা। কখনও বল হাতে আবার কখনও ব্যাট হাতে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। নিজেদের চেয়ে শক্তিশালী টিমকেও হেনস্তা করে ছাড়তে ভুল করেনি দলটি। নিজের দল সেমিফাইনালে ওঠার পর নাফিসা কামালও ভুলে গেছেন অতীত। অতীতে মাশরাফিকে না চেয়ে সাকিবকে কেন চেয়েছেন সেটির ব্যাখ্যাও দিলেন তিনি। দেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জানান নাফিসা কামাল বলেন, 'সত্যি বলতে, সাকিব আমার বন্ধু। তার চেয়ে বড় কথা সাকিবের সাথে আমার পারিবারিকভাবে ঘনিষ্ঠতা আছে। আর এটাই ছিলো প্রথম কারণ সাকিবকে দলে নেওয়ার। দ্বিতীয়ত, আমরা শুরুতেই শুনেছিলাম আইকন খেলোয়াড়েরা নিজেরাই দল বেছে নিবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে নির্ধারিত হয় লটারি ব্যবস্থার। তাই, একজন বন্ধু হিসেবে সাকিবকে দলে চাচ্ছিলাম কারণ বন্ধুর সাথে খুব সহজেই কাজ করা যায়। সাকিবের পর আইকন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে মাশরাফিকেই চেয়েছিলেন নাফিসা। বললেন, সাকিবকে না পাওয়ার পর আমি অবশ্যই মাশরাফিকে চেয়েছিলাম দলের আইকন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে। আমি মনে করি মাশরাফির ভিতর নেতৃত্বের সকল গুনাগুনই আছে। সাকিব-মাশরাফি দুজনেই বাংলাদেশের আইকন খেলোয়াড়। বাকি চারজন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, নাসির হোসেনও দেশের আইকন খেলোয়াড়।' ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে