শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৫:৫৮

জানা গেল আফ্রিদিদের পরাজয়ের কারণ

জানা গেল আফ্রিদিদের পরাজয়ের কারণ

স্পোর্টস ডেস্ক: বিপিএলের লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে প্রতিদ্ধন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭১ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে সিলেট সুপার স্টার্স। কুমিল্লার দেয়া টার্গেট তাড়া করতে নেমে ৭৯ রানে অলআউট হয়ে যায় সিলেট। তবে হারের কারণ হিসেবে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন সিলেট অধিনায়ক শহীদ আফ্রিদি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং পার্টনারশিপের গুরুত্বও তুলে ধরেন এই পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। নিজেদের শেষ ম্যাচে সিলেট সুপার স্টার্স ভালো কোন জুটি গড়তে পরেনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘আসলে এদিন আমাদের ব্যাটিংয়ের প্রথম চার থেকে আট ওভারের মধ্যে আমরা ভাল কোনো জুটি না গড়তে পারার কারণে আমরা হেরে গেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল বোলিং ছাড়াও ব্যাটিংয়ে ভাল পার্টনাশীফ দাঁড় করানো অতি জুরুরি। কোন দল প্রথম ছয় ওভারেই ছ’টি উইকেট হারালে ম্যাচে ফিরে আসা খুব কঠিন।’ সর্বোপরি সিলেট দলের এই অধিনায়কের কাছে এবারের বিপিএল যে বেশ উপভোগ্য ছিল সেটি স্বীকার করেন। আর টুর্নামেন্ট সফলভাবে করতে পারায় তিনি বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে