শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৩:৩৯

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে : বক্সার ক্লে

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে :  বক্সার ক্লে

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নিয়ে আপত্বিকর মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্য সমালোচিত হচ্ছে গোটা বিশ্বে। চুপ থাকতে পারলেন না আমেরিকার বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী ক্লেও। ট্রাম্পের বক্তব্যর কড়া সমালেচনা করেন তিনি। আলী বলেন শুধু ইসলামের নামে যারা সন্ত্রাসবাদের বিষবাষ্প ছড়াচ্ছে, হত্যা করছে নিরীহ মানুষদের তারা প্রকৃত মুসলমানদের বন্ধু নয়। যুক্তরাষ্ট্রের এই বক্সিং কিংবদন্তি বলেন, আমি একজন মুসলিম। কিন্তু প্যারিস বা পৃথিবীর অন্য যেকোনো জায়গায় নিরীহ মানুষকে হত্যার মধ্যে ইসলামিক কোন বিষয় নেই বলেই মনে করি। সত্যিকারের মুসলমান যারা, সকলেই জানে, এসব তথাকথিত জিহাদিরা নৃশংস সংঘাতের মধ্য দিয়ে ইসলামের মূল জায়গাটাতেই আঘাত করে যাচ্ছে। বিভ্রান্তভাবে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের মূল যায়গা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। খ্রিষ্টান থেকে ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করা ক্লে বলেন, নিরাপদ অবাসনের জন্য ইসলামের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বিশ্বের মুসলমানদেরই রুখে দাঁড়াতে হবে। প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেন, আমেরিকায় মুসলমানদের প্রবেশ বন্ধ করতে হবে। এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। ক্লিনটন হিলারিও তার বক্তব্যর কঠোর সমালোচনা করেন। ক্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ ক্লে নামে বিশ্বপরিচিতি পাওয়া বক্সার কিংবদন্তিও তার বক্তব্যর প্রতিবাদ জানাতে মুখ খুলেন। ১১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে