শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৪:৫০

বিপিএলে আসর সেরা হচ্ছেন এক তরুণ টাইগার!

বিপিএলে আসর সেরা হচ্ছেন এক তরুণ টাইগার!

স্পোর্টস ডেস্ক : বিপিএল আয়োজনের মূল উদ্দেশ্যটা এটিই। বিশ্বপরিচিতির সাথে উঠে আসবে নতুন মুখ। আর হ্যাঁ, এবারের বিপিএলে দেশি-বিদেশি বড় বড় তারকাকে পেছনে ফেলে গোটা বিশ্বের নজড় কেড়েছেন এক নতুন মুখ। মাশরাফির সৈনিক হয়ে দলের অলংকার এখন তিনিই। কুমিল্লা, রংপুর ও বরিশাল সমান সংখ্যেক ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইল খেলার অপেক্ষায় রয়েছে। রেটিং পয়েন্টের হিসাবে এগিয়ে কুমিল্লা। কুমিল্লাকে এগিয়ে রাখার পেছনে অবদান এই নতুন মুখ আবু হায়দার রনির। বিপিএলে অসাধারণ ণৈপুন্য দেখিয়ে দলকে অভিজাত চেয়ারটিতে বসিয়েছেন এই আবু হায়দার রনি। এবারই প্রথমবারের মত বিপিএল খেলেন তিনি। ঊনিশ বছরের ছেলে রনি রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়। মোট ১৭টি উইকেট শিকার করেছেন রনি। কুমিল্লার সাফল্য সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি। টুর্ণামেন্টের সেরা বোলার হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন এতদিন লুকিয়ে থাকা এই টাইগার। তবে সাকিব যেন পিছু ছাড়ছেন না রনির। এখন পর্যন্ত সাকিবও রনির সমান সংখ্যেক উইকেট শিকারি। সেমিফাইনালে সাকিব-রনি একে অন্যের বিপরীতে বল করবেন। সেরা বোলার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাকি দুটি ম্যাচ। ১১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে