শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০১:২২:৪০

সেমিফাইনালে উঠে নতুন বিপদে মাশরাফির কুমিল্লা

সেমিফাইনালে উঠে নতুন বিপদে মাশরাফির কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: প্রথমে সামন্য বাঁধার মুখে পড়লেও এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী। তবে সেমিফাইনালে এসে নতুন বিপদে পড়েছে দলটি। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোটে পড়ায় ম্যাচের একাদশ গঠন করাই কঠিন হয়ে পড়েছে। পায়ে চোট নিয়ে খেলছেন অধিনায়ক মাশরাফিও। এছাড়া তার দলের কয়েকজন খেলোয়াড়দের অবস্থায়ও ভালো না। চোটের কারণে খেলতে বৃহস্পতিবার খেলতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেটকে লজ্জাজনকভাবে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে সংবাদ সম্মেলনে চোট নিয়ে মুখ খুললেন কুমিল্লার দলপতি। ‘‘দলের গুরুত্বপূর্ণ পাঁচ-ছয় জন ক্রিকেটার ইনজুরির কারণে আমাদের দলের অবস্থা খুবই করুণ। শ্রীলঙ্কান তারকা কুলাসেকারার কাঁধের চোট সারেনি, তবু খেলালাম। অলককে কোনো রকমে নামিয়ে দিয়েছি। রাব্বিও (পুরোপুরি ফিট নয়। মালিকও আঙুলের ইনজুরিতে। আমি বোলিং করতে পারছি না। ফিজিওর ওপর খুব চাপ যাচ্ছে ক্রিকেটারদের ফিট করতে।” ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচে বোলিং করা নিয়ে এখনও সংশয়ে মাশরাফি। “সত্যি বলতে, এখনও বোলিং করতে গেলে ঝুঁকি থেকে যাবে। বাংলাদেশের খেলা হলে আমি বোলিং করে ফেলতাম। আমি কাউকে ছোট করছি না কারণ ফ্র্যাঞ্চাইজিরাও আমাকে পারিশ্রমিক দিয়ে খেলায়। এটা আমার কাছে অনেক বড়। উনাদের সঙ্গে আলোচনা করেছি। শতভাগ না হয়ে আমি বোলিং করতে চাচ্ছি না। আমার ক্যারিয়ারে অনেকবার এরকম হয়েছে, ছোট ছোট কিছু অনেক বড় হয়ে যায়। এজন্য একটু বাড়তি সতর্কতায় আছি।” ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে