শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৪:২১

ভারতের মাটিতে কোহলিদের বিপক্ষে খেলবে পাকিস্তান

ভারতের মাটিতে কোহলিদের বিপক্ষে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের সিরিজ নিয়ে যখন টানা টানাপোড়ন চলছে তখনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবকতুল্য প্রতিষ্ঠান আইসিসি। ভারত ও পাকিস্তানের ক্রিকেট সংগ্রাম হবেই হবে! ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই কথা। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলছে দ্বদ্ব। কিন্তু এবার শির নত করতে হবে দুই দেশের মোড়লদের। ২০১৬ সালের ১৯ মার্চ ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত হবে দুই দেশের বিশ্বকাপ লড়াই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কোয়ালিফাইড দলটি ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে এই গ্রুপে। পাকিস্তান ও ভারতের দ্বিপাক্ষীয় সিরিজ এখনো অনিশ্চয়তায়। তবে নতুন বছরের ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঠিকই ভারতের মাটিতে উড়ে যাবে আফ্রিদিরা। ধারনা করাই যায় ভারতের মাটিতে পাকিস্তানের ক্রিকেটাররা পাবেন বিশেষ নিরাপত্বা। ভারতীয় নিরাপত্বা টিমের সাথে কাজ করবেন আইসিসির বিশেষ টিমও। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর এর আগে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্বা প্রদানের বিষয়ে জোড় আশ্বাস প্রদান দেন। প্রসঙ্গত, এই বিশ্বকাপ লড়াই চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল কলকাতায় হবে আসরের ফাইনাল ম্যাচ। ১১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে