শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৯:৩৯

চান্ডিমাল এখন এক নম্বরে

চান্ডিমাল এখন এক নম্বরে

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন দীনেশ চান্ডিমাল। টেকনিক, টেম্পারামেন্ট এবং ক্রিজে টিকে থাকার পরিপক্বতা সব মিলিয়ে শ্রীলঙ্কার বর্তমান দলে তিনিই সেরা। বলা হচ্ছে তিনি অনেকটা সাঙ্গাকারা-জয়াবর্ধনের উত্তরসুরি হয়ে শ্রীলঙ্কার জন্য আশার বাণী নিয়ে এসেছেন। ডানেডিনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও আরেকবার তার প্রমাণ রাখলেন চান্ডিমাল। পুরো দিনে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে যখন অন্য সবাই খাবি খেয়েছেন, তখন মাথা ঠান্ডা রেখে এক প্রান্ত থেকে দলকে ভরসা দিয়ে গেছেন। দিন শেষে অপরাজিত ২০৮ বলে ৮৩ রানে। তাঁর সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নেরও আশি পেরোনো ইনিংসে দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৯৭। শ্রীলঙ্কা এখনো পিছিয়ে আছে ২৩৪ রানে। আজকের এই ইনিংসে একটা ব্যক্তিগত অর্জনও হয়ে গেছে চান্ডিমালের। ২০১৫ সালে এশিয়ান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান এখন তাঁর। ১৭ টেস্টে ৭৯২। চান্ডিমাল রানের সংখ্যায় পেছনে ফেলে দিয়েছেন ইউনিস খানকে। অবশ্য পাকিস্তানি ব্যাটসম্যান ৩টি টেস্ট কম খেলেছেন। ১৪ টেস্টে ইউনিসের রান ৭৮৯। টেস্ট ইতিহাসে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা অবশ্য চান্ডিমাল-ইউনিসদের নাগালের অনেক বাইরে। সেটিও এশিয়ারই এক খেলোয়াড়েরই। ২০০৬-এ অবিশ্বাস্য একটি বছর কাটানো মোহাম্মদ ইউসুফ ১১ টেস্টে করেছিলেন ১৭৮৮ রান। পেছনে ফেলেছিলেন স্যার ভিভ রিচার্ডসের তারও ৩০ বছর আগের রেকর্ড। ১৯৭৬ সালে ভিভ রিচার্ডস ১১ টেস্টে করেছিলেন ১৭১০।তবে চান্ডিমালের ছোট্ট এই রেকর্ড গড়ার দিনটা খুব একটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই ২৯ রানের মধ্যে ওপেনার কুশল মেন্ডিস ও অভিষিক্ত উদারা জয়াসুন্দারাকে হারিয়েছিল তারা। আরেক ওপেনার করুণারত্নের সঙ্গে মিলে দলকে সেই ধাক্কা কাটাতে সাহায্য করেন চান্ডিমাল। দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন ১২২ রানের জুটি। তবে এই জুটি গড়তে দুজনে মিলে কাটিয়ে দেন প্রায় ৪৯ ওভার! পুরো দিন জুড়ে যে ওভারপ্রতি ২.৫১ রান করে এসেছে, তাতে এই দুজনেরই অবদান বেশি। অথচ ইউনিভার্সিটি ওভালের এই একই পিচে কাল নিউজিল্যান্ড ওভারপ্রতি ৪.৫৪ রান তুলেছিল! করুণারত্নে-চান্ডিমালের এই পাথুরে ব্যাটিংয়ের পর দিন শেষে লঙ্কানরা যে অস্বস্তি নিয়ে ফিরেছে, তার কারণ চা বিরতির পরের ২০ বলের ছোট্ট একটা ধাক্কা। ৮৪ রান করে করুনারত্নে আউট হয়ে হওয়ার ২০ বল পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও ফিরে গেছেন কিউই উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে। চার কিউই বোলার বোল্ট, সাউদি, ওয়াগনার ও স্যান্টনার শ্রীলঙ্কার ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। অবশ্য দিনের পরের অংশটুকু ভিতানাগেকে সঙ্গে নিয়ে ভালোভাবেই পার করে দিয়েছেন চান্ডিমাল। কাল এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা। ১২ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে