শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৭:১০:৫৭

ক্রিকেটে ঘণ্টায় ১৬০ কি.মি গতিতে বল করেছেন যারা

ক্রিকেটে ঘণ্টায় ১৬০ কি.মি গতিতে বল করেছেন যারা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে পেসারদের অহংকারের জায়গা হলো তাদের পেস বা গতি। ক্রিকেটে লাইন-লেন্থ ঠিক রেখে যে বোলার যত বেশি গতি দিয়ে বল করবে, সে বোলারকেই সেরা পেসার বলা হয়। তবে পাঠকরা গুলিয়ে ফেলবেন না, মিডিয়াম পেসার ও পেসার কিন্তু এক কথা নয়। ক্রিকেট ইতিহাসে তেমনই এক পেসার ছিলেন পাকিস্তানের শোয়েব আখতার। তিনিই এখন পর্যন্ত সবোচ্চ গতির বল করে নিজেকে ক্রিকেট ইতিহাসের অনন্য স্থানে নিয়ে গেছেন। তাছাড়া মাত্রই কদিন আগে নিউজিল্যান্ডেরই বিপক্ষে পার্থে মিচেল স্টার্ক ১৬০.৪ কিমি গতিতে একটি বল করে রস টেলরকে। যেটি টেস্ট ইতিহাসেরই দ্রুততম বল। ক্রিকেট মাঠে সবচেয়ে দ্রুততম বলটির রেকর্ড শোয়েব আখতারের। ক্রিকেট মাঠে ১৬০ কিমি গতিতে বল করার কীর্তি আছে আর মাত্র তিনজনের। শোয়েবসহ এই চারজনই দ্রুততম বলটি করেছিলেন ওয়ানডে ম্যাচে। স্টার্ক করেছেন টেস্টে। আর জেফ টমসনের বলের গতি রেকর্ড করা হয়েছিল পরীক্ষাগারে। ক্রিকেট ইতিহাসে যারা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল করেছেন তারা হলেন- ১। শোয়েব আখতার (পাকিস্তান)-১৬১.৩ কিমি/ঘণ্টা। ২। শন টেইট (অস্ট্রেলিয়া)-১৬১.১ কিমি/ঘণ্টা, ৩। ব্রেট লি (অস্ট্রেলিয়া)-১৬০.৮ কিমি/ঘণ্টা, ৪। জেফ টমসন (অস্ট্রেলিয়া)-১৬০.৪ কিমি/ঘণ্টা, ৫। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১৬০.৪ কিমি/ঘণ্টা। ১২ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে