শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৭:১২:০৮

উড়ন্ত পাখির কৃতিত্বে বলের গতি ঘণ্টায় ১৬০ কি.মি

উড়ন্ত পাখির কৃতিত্বে বলের গতি ঘণ্টায় ১৬০ কি.মি

স্পোর্টস ডেস্ক: ডানেডিনে ​নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের সম্প্রচারের দায়িত্বে আছে স্কাই স্পোর্টস। এই ম্যাচে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করেছেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। কিউই পেসার তাঁর ১৭ টেস্টের ক্যারিয়ারে কখনোই এর ধারে-কাছের গতিতেও বল করেননি। কিন্তু বলটি ইতিহাসের সাক্ষী হতে পারলো না। কারণ বলটা সাদা চোখে দেখার পর সবারই বিশ্বাস করতে কষ্টই হচ্ছে। এই বলের গতি ১৬০ কিমি হতেই পারে না! কিন্তু কী সেই গড়বড়, যার জন্য স্লো বলের গতি উঠলো ১৬০ কি.মি। সেটা এখনো কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। স্কাই স্পোর্টসের ধারণা, ইউনিভার্সিটি ওভাল মাঠে যে দুটো স্পিডগান বসানো আছে, তারই একটিতে হয়তো উড়ে যাওয়া কোনো পাখি (সিগাল) বলটি ডেলিভারি করার সময় ধরা পড়েছিল। এ কারণেই এই বিভ্রান্তি হতে পারে। আবার এও অনুমান করা হচ্ছে, লেজার রশ্মির কারণেই এমনটা হয়তো হয়েছে। শ্রীলঙ্কার ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে দিনেশ চান্ডিমালকে বলটি করেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটকে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়া এই পেসার। তাঁর ফুল লেংথের বলটি ১৬০ কিমি গতি ওঠার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে। অনেকেই প্রশ্ন তোলেন গতি নিয়ে। পরে পরীক্ষা করে দেখা যায়, বলটির ওয়াগনারের স্বাভাবিক গড় গতিতেই করা হয়েছে ঘণ্টায় ১৩৩ কিমি। ১১ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে